গুগলের সার্চবারে গিয়ে টাইপ করুন ‘Ingenuity NASA’, ম্যাজিক দেখতে পাবেন আপনার স্ক্রিনে
সার্চ ইঞ্জিনে গিয়ে শুধু Ingenuity NASA লিখে সার্চ করতে হবে। ব্যাস, তাহলেই একদম ম্যাজিক দেখতে পাবেন আপনি।
মার্স হেলিকপ্টার Ingenuity- র প্রথম উড়ান সফল হয়েছে ১৯ এপ্রিল। ইতিমধ্যেই সেই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। এবার মার্স হেলিকপ্টারের এই সাফল্য উদযাপনের জন্য এক অভিনব উপায় বের করেছে গুগল। সার্চ ইঞ্জিনে গিয়ে শুধু Ingenuity NASA লিখে সার্চ করতে হবে। ব্যাস, তাহলেই একদম ম্যাজিক দেখতে পাবেন আপনি।
ঠিক কী হবে?
গুগলের সার্চ বারে Ingenuity NASA লিখে এন্টার বাটন টিপলে আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা ফোনে একটা স্ক্রিন খুলে যাবে। যেমনটা আর পাঁচটা সাধারণ সার্চের ক্ষেত্রে হয়ে থাকে। সেখানে নাসার মঙ্গল অভিযান সংক্রান্ত বিভিন্ন খবরের লিঙ্ক, মার্স হেলিকপ্টার উড়ানের প্রথম ভিডিয়ো এইসব দেখতে পাবেন আপনি। একটু ভাল করে দেখলে দেখবেন আপনার ডানদিকে একটা মার্স হেলিকপ্টার আইকন একদম উড়ানের জন্য তৈরি হয়ে রয়েছে। কপ্টারের ব্লেড ঘোরা শুরু হয়ে গিয়েছে। এবার ওই আইকনের উপর আপনি ক্লিক করুন।
Do you like fun things? Type "Ingenuity NASA" in a @Google search for a #MarsHelicopter surprise. ? pic.twitter.com/9EK8qdraLC
— NASA (@NASA) April 19, 2021
এরপরেই শুরু হবে আসল খেলা। গোটা স্ক্রিন একটা হাল্কা লালচে আভায় ঢেকে যাবে। নীচের দিকে আসবে লালচে রুক্ষ পৃষ্ঠদেশ। আর তার উপর দিয়ে প্রবল গতিতে উড়তে শুরু করবে মার্স হেলকপ্টার Ingenuity। একঝলকে আপনার মনে হবে যেন লাল গ্রহের পৃষ্ঠদেশেই পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই টুইটারে লোকজন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রায় সকলেই লিখেছেন, ‘অনবদ্য। প্রথমে তো বুঝতেই পারিনি কী হচ্ছে। এ যেন ম্যাজিক। দারুণ লাগল’। গুগল কর্তৃপক্ষকে এই গোটা কর্মকাণ্ডের জন্য ধন্যবাদও জানিয়েছেন টুইটারিয়ানরা।
অনেকেই কিন্তু প্রায় মঙ্গল গ্রহের বুকে পৌঁছে যাওয়ার ম্যাজিকাল অভিজ্ঞতা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। চাক্ষুষ করেছেন একটা ম্যাজিক। এ এক অন্য উপলব্ধি এবং অনুভূতি। তাহলে আপনিই বা আর বাকি থাকেন কেন? চটপট গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে লিখে ফেলুন Ingenuity NASA। আর দেখে নিন ম্যাজিক।