প্রতীক্ষার অবসান, আসছে FAU-G, কবে লঞ্চ ভারতে? জেনে নিন

Jan 04, 2021 | 3:45 PM

জানুয়ারি মাসেই রিলিজ হবে এই গেম।

প্রতীক্ষার অবসান, আসছে FAU-G, কবে লঞ্চ ভারতে? জেনে নিন
নতুন বছরে আসছে নতুন গেম

Follow Us

ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার পরই সেই খেলার ভারতীয় ভারসান হিসেবে নাম শোনা গিয়েছিল ফৌজি বা FAU-G-র (ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস)। অবশেষে সেই গেমের রিলিজ ডেট ঘোষণা হয়েছে। গতবছর নভেম্বর মাসেই এই গেমের অনলাইন প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ মানুষ এই গেমের জন্য প্রি-রেজিস্ট্রেশন করেছিলেন। এরপর গুগল প্লে স্টোরে নভেম্বর মাসের শেষ দিকে লাইভ প্রি-রেজিস্ট্রেশন চালু করে দেওয়া হয়।

প্রথমে ভাবা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসেই রিলিজ হবে এই গেম। তবে সেই সময় লঞ্চ হয়নি FAU-G। এবার শোনা গিয়েছে nCORE জানিয়েছে জানুয়ারি মাসেই রিলিজ হবে এই গেম। শোনা যাচ্ছে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনই ভারতে লঞ্চ হতে চলেছে এই গেম। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গেমারদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। লঞ্চের দিন থেকেই গুগল প্লে স্টোরে অ্যানড্রয়েড ইউজারদের জন্য পাওয়া যাবে এই গেম। তবে ২৬ জানুয়ারি থেকেই অ্যাপেল স্টোর থেকে আইওএস ভারসান ইউজাররা এই গেম ডাউনলোড করতে পারবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

গালওয়ান ভ্যালিতে  চিন-ভারত সংঘাতের পরেই ভারতে বহু চিনা অ্যাপ বন্ধ করে দেওয়া হয়। তার মধ্যে অন্যতম জনপ্রিয় অ্যাপ ছিল গেমিং অ্যাপ পাবজি। এরপরই পাবজির বদলে তৈরি হওয়া দেশীয় গেমিং অ্যাপ ফৌজি আসে গুগল প্লে স্টোরে। শুরু হয় প্রি রেজিস্ট্রেশন। জানা গিয়েছে, গালওয়ান ভ্যালির অংশও নাকি দেখানো হবে এই গেমের মাধ্যমে।

Next Article