ফ্লিপকার্টের ইলেকট্রনিক্স সেল: আইফোন, স্যামসাং গ্যালাক্সি- সহ একাধিক মডেলে দুরন্ত অফার

Sohini chakrabarty |

Mar 15, 2021 | 1:32 PM

এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড (ক্রেডিট বা ডেবিট) থাকলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি থাকছে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার।

ফ্লিপকার্টের ইলেকট্রনিক্স সেল: আইফোন, স্যামসাং গ্যালাক্সি- সহ একাধিক মডেলে দুরন্ত অফার
পোকো এক্স ৩, রেডমি ৯ প্রাইম, স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফই এবং অ্যাপেল ১১ ফোনে থাকবে অফার।

Follow Us

নতুন ফোন কিনবেন ভাবছেন? তাহলে নিশ্চয় ফোনে ভালরকম ছাড় পেতেও ইচ্ছে করছে? আপনার পরিকল্পনা যদি এমনটা হয়, তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। অনলাইন এই শপিং জায়ান্টের তরফে শুরু হতে চলেছে ইলেকট্রনিক্স সেল। ১৬ মার্চ থেকে শুরু হবে এই সেল। শেষ হবে ২০ মার্চ। একাধিক কোম্পানির স্মার্টফোনে থাকবে আকর্ষণীয় ছাড়। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড (ক্রেডিট বা ডেবিট) থাকলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি থাকছে নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফার। পোকো এক্স ৩, রেডমি ৯ প্রাইম, স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফই এবং অ্যাপেল ১১ ফোনে থাকবে অফার।

আইফোন ১১- এই ফোনে ৮ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। অ্যাপেলের স্টোরে আইফোন ১১ পাওয়া যাবে ৫৪,৯০০ টাকায়। তবে ফ্লিপকার্টের ইলেকট্রনিক্স সেলে এই মডেলের ৬৪ জিবি পাওয়া যাবে ৪৬,৯৯৯ টাকায়। যদি ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিড কার্ডের সাহায্যে ফোন কিনলে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন ক্রেতারা।

পোকো এক্স ৩- ফ্লিপকার্টের ইলেকট্রনিক্স সেলে ১৪,৯৯৯ টাকার এই ফোন পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়। এরপরে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের অফার। পোকো এক্স ৩ মডেলে রয়েছে 120Hz ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন ৭৩২জি প্রসেসর। পোকো-র বিভিন্ন মডেলের মধ্যে ‘অ্যাফোর্ডেবল’ রেঞ্জে রয়েছে পোকো এক্স ৩।

রেডমি ৯ প্রাইম- ফ্লিপকার্টের সেলে এই মডেল পাওয়া যাবে ৯৪৯৯ টাকায়। এর লিস্টেড দাম ১১,৯৯৯ টাকা। অর্থাৎ ২৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।

স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই- এই মডেলের লিস্টেড দাম ৬৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টের সেলে স্যামসাং গ্যালাক্সির এই মডেল পাওয়া যাবে ৪৪,৯৯৯ টাকায়। এছাড়াও যদি এক্সচেঞ্জ অফারে এই ফোন কেনেন, তাহলে ৭ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন।

নোকিয়া ৫.৪- ফ্লিপকার্টের ইলেকট্রনিক্স সেলে এই মডেল পাওয়া যাবে ১০,৯৯৯ টাকায়। এর লিস্টেড দাম ১৬,৭৯৯ টাকা। এক্সচেঞ্জ অফারে ফোন কিনলে আরও ৩ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা।

অন্যান্য ছাড়- 

পোকো সি৩ মডেল ৯৯৯৯ টাকার বদলে পাওয়া যাবে ৬৯৯৯ টাকায়। পোকো এম২ প্রো ১৬,৯৯৯ টাকার বদলে পাওয়া যাবে ১১,৯৯৯ টাকায়। রেডমি ৯আই মডেল পাওয়া যাবে ৭৯৯৯ টাকা। LG K42 মডেল ফ্লিপকার্টের এই সেলে পাওয়া যাবে ৮৯৯০ টাকায়। এর লিস্টেড দাম ১৪,০০০ টাকা।

Next Article