সাউন্ডিং রকেট লঞ্চ করেছে ইসরো। গত শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই সাউন্ডিং রকেট। মূলত আবহাওয়া বদলের গতিপ্রকৃতি নির্ধারণ করতে পারবে RH-560 বা রোহিণী ৫৬০ সাউন্ডিং রকেট। হাওয়ার গতিপ্রকৃতি কেমন তা জানানোর পাশাপাশি আবহাওয়ার আগাম বার্তাও দেবে ইসরোর এই সাউন্ডিং রকেট। গত শুক্রবার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর তরফে টুইট করে এই রকেট লঞ্চের কথা জানানো হয়েছে।
Launch of sounding rocket (RH-560) to study attitudinal variations in the neutral winds and plasma dynamics carried out today at SDSC SHAR, Sriharikota#RohiniSoundingRockets #ISRO pic.twitter.com/B0ov8w5ARH
— ISRO (@isro) March 12, 2021
মহাকাশ সম্পর্কে গবেষণা করার পাশাপাশি আপার অ্যাটমোস্ফেরিক স্তরে অর্থাৎ বায়ুমন্ডলের অ্যাটমোস্ফিয়ারের উপরের স্তরে আবহাওয়ার গতিবিধি কেমন তা পর্যবেক্ষণ করতে পারে এই সাউন্ডিং রকেট। মূলত এটি এক বা দুই স্টেজের solid propellant রকেট। ইসরোর তরফে জানানো হয়েছে, প্লাজমা ডায়নামিক্স এবং বাতাসের নিউট্রাল স্টেজের অ্যাটিটিউডিনাল ভ্যারিয়েশন বোঝার জন্য উৎক্ষেপণ করা হয়েছে এই সাউন্ডিং রকেট।
ইসরোর তরফে জানানো হয়েছে, অন্যান্য রকেটের তুলনায় এই ধরণের সাউন্ডিং রকেট সহজে উৎক্ষেপণ করা সম্ভব। গোটা মিশনও বেশ সাশ্রয়ী। সেই সঙ্গে বিভিন্ন ভেহিকেল বা স্যটেলাইট লঞ্চের জন্য যে ধরণে সাবসিস্টেম বা কমপোনেন্ট প্রয়োজন হয়, তাদের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই সাউন্ডিং রকেট। ১৯৬৫ সাল থেকে দেশীয় পদ্ধতিতে সাউন্ডিং রকেট নির্মাণ এবং উৎক্ষেপণের কাজ শুরু করেছিল ইসরো। এইসব অভিযানের ফলে যে তথ্য পাওয়া সম্ভব হয়েছে solid propellant technology- র দুনিয়ায় তার অবদান অনস্বীকার্য।