Flipkart আপনার অকেজো ফোন-ফ্রিজ-এসি নিয়ে যাবে, পরিবর্তে মোটা টাকা
Flipkart Exchange Program News: Flipkart আপনার জন্য Exchange Program নিয়ে হাজির হয়েছে। এই প্রোগ্রামে অকেজো অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে স্মার্টফোন, ফিচার ফোন থেকে আরও অনেক কিছুই এক্সচেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাররা। টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ ইত্যাদিও যদি আর কাজ না করে, তা ফ্লিপকার্টের এই এক্সচেঞ্জ প্রোগ্রামে বদলে নেওয়ার সুযোগ থাকবে কাস্টমারদের কাছে।
Flipkart Exchange Program: বাড়িতে একগাদা পুরনো অকেজো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে? একসময় ভেবেছিলেন বিক্রয় করবেন, কিন্তু এখনও পর্যন্ত সেগুলির সদগতি হয়নি। শেষে পড়ে থাকতে-থাকতে অকেজোই হয়ে গিয়েছে। এবার সেই খারাপ হওয়া ইলেকট্রনিক্স প্রডাক্ট আপনাকে আর বাড়িতে ফেলে রাখতে হবে না। কারণ, Flipkart আপনার জন্য Exchange Program নিয়ে হাজির হয়েছে। এই প্রোগ্রামে অকেজো অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে স্মার্টফোন, ফিচার ফোন থেকে আরও অনেক কিছুই এক্সচেঞ্জ করে নিতে পারবেন কাস্টমাররা। টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ ইত্যাদিও যদি আর কাজ না করে, তা ফ্লিপকার্টের এই এক্সচেঞ্জ প্রোগ্রামে বদলে নেওয়ার সুযোগ থাকবে কাস্টমারদের কাছে।
যে সব ক্রেতারা এই অফারে আকর্ষিত হবেন এবং এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, তাঁদের তার উপরে কিছু আকর্ষণীয় Buyback Offer-ও দেওয়া হবে। আপনি যে অকেজো প্রডাক্টটি এক্সচেঞ্জ করবেন বা বদলাবেন, তার জন্য আপনাকে বেশি ঝক্কিও পোহাতে হবে না। আপনার বাড়িতে এসেই অকেজো প্রডাক্টগুলি একজন পিকআপ বয় পাঠিয়ে নিয়ে যাবে Flipkart। তাছাড়াও আপনি বেশ কিছু আপগ্রেডেড প্রডাক্টের হ্যান্ড ইন হ্যান্ড এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন কিছু আকর্ষণীয় অফার।
বাড়িতে পুরনো প্রডাক্ট জমে যাওয়া সত্যিই বড় সমস্যার। তা-ও আবার সেই প্রডাক্ট যদি কাজ না করে, তাহলে সমস্যা দ্বিগুণ হয়ে যায়। Flipkart Exchange Programটি সেই তাঁদের জন্য খুবই সহায়ক হতে চলেছে, যাঁরা পুরনো এবং কাজ করে না এমন প্রডাক্ট নিয়ে সমস্যায় জর্জরিত। ফ্লিপকার্টের এই এক্সচেঞ্জ প্রোগ্রামে আপনাকে ভেন্ডার খোঁজার জন্যও দৌড়াদৌড়ি করতে হবে না। অ্যাপ্লায়েন্স তা সে যত বড়ই হোক না কেন, পিকআপ বয় এসে আপনার সেই অ্যাপ্লায়েন্স নিয়ে যাবে। তার থেকেও বড় কথা হল, এই প্রোগ্রাম কাস্টমারদের একটা Exchange Value দেবে, যার মাধ্যমে তাঁরা আরও একটা ভাল প্রডাক্ট পেয়ে যাবেন।
এই প্রোগ্রামের আরও একটা বড় দিক রয়েছে। যে সব প্রডাক্ট টাকা দিয়ে পরিবর্তিত হচ্ছে, সেগুলির পরিমাণ অতি অবশ্যই কমবে। আর সেই সব অকেজো প্রডাক্টের পরিমাণ কমলেই আখেরে দেশে ই-বর্জ্য বা e-Waste এর পরিমাণ কমবে। এই উপায়ে যে পণ্যটি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তার অবস্থার উপরে নির্ভর করে অনুমোদিত বিক্রেতাদের দ্বারা সেগুলি পুনর্ব্যবহার বা নিরাপদে নিষ্পত্তি করা হবে।