Online Sale: ক্রিসমাসে পকেট ফ্রেন্ডলি দামে গিফট চাই? এখনই চেক করুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 22, 2022 | 10:11 AM

Offer Price: এই বড়দিনে আপনিও সিক্রেট সান্তা সেজে আপনার পরিবার ও প্রিয়জনদের সুন্দর সুন্দর উপহার দিতে পারেন।

1 / 6
এগিয়ে আসছে ক্রিসমাস। হাতে মাত্র আর সাত দিন। আর বড়দিন মানেই সারাবাড়ি জুড়ে সাজানো সান্টা ক্লজের পুতুল, ঝলমলে রঙিন টুনি লাইট, ক্রিসমাস ট্রি। চকোলেট, কেকের মতো নানা রকমারি উপহারের সম্ভার। ক্রিসমাসের সেরা জিনিস হল 'উপহার'। তাই, এই বড়দিনে আপনিও সিক্রেট সান্তা সেজে আপনার পরিবার ও প্রিয়জনদের সুন্দর সুন্দর উপহার দিতে পারেন। কিন্তু, বড়দিনের জন্য উপহার বাছাই নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। তার উপর বাজেটেরও চিন্তা। কোনটি কার জন্য মানানসই হবে তা বুঝে উঠতেই সময় চলে যায়।

এগিয়ে আসছে ক্রিসমাস। হাতে মাত্র আর সাত দিন। আর বড়দিন মানেই সারাবাড়ি জুড়ে সাজানো সান্টা ক্লজের পুতুল, ঝলমলে রঙিন টুনি লাইট, ক্রিসমাস ট্রি। চকোলেট, কেকের মতো নানা রকমারি উপহারের সম্ভার। ক্রিসমাসের সেরা জিনিস হল 'উপহার'। তাই, এই বড়দিনে আপনিও সিক্রেট সান্তা সেজে আপনার পরিবার ও প্রিয়জনদের সুন্দর সুন্দর উপহার দিতে পারেন। কিন্তু, বড়দিনের জন্য উপহার বাছাই নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। তার উপর বাজেটেরও চিন্তা। কোনটি কার জন্য মানানসই হবে তা বুঝে উঠতেই সময় চলে যায়।

2 / 6
এবার চিন্তা ভুলে প্রিয়জনদের জন্য ই-কমার্স সাইট থেকেই স্পেশ্যাল ক্রিসমাস গিফট কিনে ফেলুন। আমাজন, ফ্লিপকার্ট ও মিন্ত্রায় ক্রিসমাস গিফটের উপর অনেক ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও রান্নার সরবরাহের উপর 30 শতাংশ পর্যন্ত ছাড়। পোশাকের উপর 60 শতাংশ পর্যন্ত ছাড় এবং জুতার উপর 70 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

এবার চিন্তা ভুলে প্রিয়জনদের জন্য ই-কমার্স সাইট থেকেই স্পেশ্যাল ক্রিসমাস গিফট কিনে ফেলুন। আমাজন, ফ্লিপকার্ট ও মিন্ত্রায় ক্রিসমাস গিফটের উপর অনেক ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও রান্নার সরবরাহের উপর 30 শতাংশ পর্যন্ত ছাড়। পোশাকের উপর 60 শতাংশ পর্যন্ত ছাড় এবং জুতার উপর 70 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

3 / 6
ক্রিসমাস অফার: অ্য়ামাজন 'এন্ড অফ সিজন সেল': অ্যামাজনে 'এন্ড অফ সিজন সেল' শুরু হয়ে গিয়েছে। 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত চলবে। যার মধ্যে আপনারা ল্যাপটপ, স্মার্টফোন, বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম, পোশাক, আসবাবপত্র, আরও অনেক কিছুর উপর বিশাল ছাড় পাবেন। ক্রিসমাসে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর উপর আমাজন 70 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

ক্রিসমাস অফার: অ্য়ামাজন 'এন্ড অফ সিজন সেল': অ্যামাজনে 'এন্ড অফ সিজন সেল' শুরু হয়ে গিয়েছে। 15 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত চলবে। যার মধ্যে আপনারা ল্যাপটপ, স্মার্টফোন, বিভিন্ন বৈদ্যুতিন সরঞ্জাম, পোশাক, আসবাবপত্র, আরও অনেক কিছুর উপর বিশাল ছাড় পাবেন। ক্রিসমাসে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর উপর আমাজন 70 শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।

4 / 6
ক্রিসমাস অফার: ফ্লিপকার্ট 'বিগ সেভিং ডেজ' সেল: ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 16 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 'বিগ সেভিং ডেজ' সেল চলবে। ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্সেস, পোশাক এবং অন্যান্য পণ্যগুলিতে বিশেষ অফার দিচ্ছে। প্রতিদিন রাত 10টা থেকে পরের দিন দুপর 12টা পর্যন্ত সব জিনিসের উপর অনেক অফার পেতে পারেন। সুতরাং, এই সময়ে বিমানের টিকিট এবং ওষুধের উপর বিশেষ অফার পাবেন।

ক্রিসমাস অফার: ফ্লিপকার্ট 'বিগ সেভিং ডেজ' সেল: ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 16 থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 'বিগ সেভিং ডেজ' সেল চলবে। ইলেকট্রনিক্স, অ্যাপ্লায়েন্সেস, পোশাক এবং অন্যান্য পণ্যগুলিতে বিশেষ অফার দিচ্ছে। প্রতিদিন রাত 10টা থেকে পরের দিন দুপর 12টা পর্যন্ত সব জিনিসের উপর অনেক অফার পেতে পারেন। সুতরাং, এই সময়ে বিমানের টিকিট এবং ওষুধের উপর বিশেষ অফার পাবেন।

5 / 6
বড়দিনের সময়ে যেকোনও কিছুর মধ্যেই সান্তাক্লজের ছবি বাচ্চাদের খুবই পছন্দের। তাই খুদে সদস্যের ঘর সাজিয়ে দিন সান্তাক্লজ থিমে। বিছানার চাদর থেকে নানা কিছু, সান্তাক্লজ প্রিন্টের কিনে আনতে পারেন। তার সঙ্গে উপযুক্ত সময়ে জিঙ্গল বেলও আপনি অনলাইনেই অনেক ছাড়ে কিনতে পারবেন।

বড়দিনের সময়ে যেকোনও কিছুর মধ্যেই সান্তাক্লজের ছবি বাচ্চাদের খুবই পছন্দের। তাই খুদে সদস্যের ঘর সাজিয়ে দিন সান্তাক্লজ থিমে। বিছানার চাদর থেকে নানা কিছু, সান্তাক্লজ প্রিন্টের কিনে আনতে পারেন। তার সঙ্গে উপযুক্ত সময়ে জিঙ্গল বেলও আপনি অনলাইনেই অনেক ছাড়ে কিনতে পারবেন।

6 / 6
ক্রিসমাস অফার: মিন্ত্রা শপিং ইয়ার-এন্ড সেল: বড়দিনকে সামনে রেখে মঙ্গলবার থেকে বিশেষ সেল শুরু হতে চলেছে অনলাইন শপিং সাইট মিন্ত্রায়। 20 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত সেল চলবে। ব্যবহারকারীরা 40 থেকে 70 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। ক্রেতারা আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং ফেডারেল ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে অতিরিক্ত 10 শতাংশ ছাড়ও পেতে পারেন।

ক্রিসমাস অফার: মিন্ত্রা শপিং ইয়ার-এন্ড সেল: বড়দিনকে সামনে রেখে মঙ্গলবার থেকে বিশেষ সেল শুরু হতে চলেছে অনলাইন শপিং সাইট মিন্ত্রায়। 20 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত সেল চলবে। ব্যবহারকারীরা 40 থেকে 70 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। ক্রেতারা আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং ফেডারেল ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে অতিরিক্ত 10 শতাংশ ছাড়ও পেতে পারেন।

Next Photo Gallery