চকোলেট, ফুল, শাড়ি, গয়না তো অনেক হল। এই মাতৃ দিবসে নিজের মাকে দিন একটু অন্যরকমের কোনও উপহার। আর যদি আপনার মা গ্যাজেট প্রেমী হন, তাহলে নিঃসন্দেহে এইসব উপহার তাঁর পছন্দ হবেই। কিন্তু গ্যাজেট কিনলেই তো হবে না, বাজেটের কথাও মাথায় রাখতে হবে। আর এখন করোনার কারণে অনলাইন শপিং- ই ভরসা। যদিও আজকাল সকলেই এমনিতেও অনলাইন শপিংয়েই অভ্যস্ত। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ— অনলাইনেই হয়ে যায় সবকিছু। তাই অনলাইনেই বাজেট অনুযায়ী মায়ের জন্য কিনে নিন দারুণ সব উপহার।
গ্যাজেট প্রেমী মাকে কী কী উপহার দিতে পারেন, তার জন্য সম্ভাব্য একটি তালিকা দেওয়ার চেষ্টা করলাম আমরা-
১। স্মার্টফোন- মা বলে তাঁকে কিন্তু মোটেই সেকেলে ভাবলে চলবে না। আজকাল স্মার্টফোন আমাদের সকলের জীবনেই অপরিহার্য। তাই নিজের মাকেও একটা স্মার্টফোন উপহার দিন।
২। ফিটব্যান্ড- আপনার মা কি খুব স্বাস্থ্য সচেতন? নিয়মিত শরীর চর্চা করেন? তাহলে ওনার জন্য ফিটনেস ব্যান্ডের মতো ভাল উপহার আর কিছুই হতে পারে না।
৩। মা যদি হন সঙ্গীত প্রেমী, তাহলে অনায়াসে উপহার দিতে পারেন হেডফোন কিংবা স্পিকার। হেডফোনের এখন আবার অনেক ভাগ। ব্লুটুথ হেডসেট, এয়ারপড, সাধারণ হেডফোন, ওয়াকম্যান স্টাইলের বড় হেডফোন। মায়ের যেটা পছন্দ সেটা কিনে দিন। সেই সঙ্গে দিতে পারেন একটা ব্লুটুথ স্পিকার।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে রেডমির প্রথম স্মার্টওয়াচ, থাকতে পারে ৯ দিনের ‘ব্যাটারি লাইফ’
৪। অনেক মায়েরই পড়ার অভ্যাস রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন সাহিত্যে যাঁদের অগাধ আগ্রহ, তাঁদের ভাঁড়ার পূরণ করতে উপহার দেওয়া যেতেই পারে কিন্ডেল এডিশন। অনলাইনেই দারুণ সব বই পড়তে পারবেন আপনার মা।