আজ ৯ মে, আন্তর্জাতিক মাতৃদিবস। বিশ্বজুড়েই পালিত হচ্ছে এই বিশেষ দিন। উদযাপন চলছে প্রায় সব ঘরে ঘরেই। আর এই বিশেষ দিনের উদযাপনকে আর একটু স্পেশ্যাল করে তোলার জন্য, সমস্ত মায়েদের শ্রদ্ধা জানিয়েছে গুগল ডুডল। আজকের গুগল ডুডলে ‘গুগল’ শব্দটা এমন ভাবে লেখা হয়েছে, দেখে মনে হচ্ছে যেন কোনও বাচ্চা ড্রয়িং খাতা নিয়ে আঁকিবুঁকি কেটেছে। সেই সঙ্গে রয়েছে দুটো পপআপ। যেখানে ‘লাভ ইমোজি’ দিয়ে মায়েদের প্রতি ভালবাসা জানানো হয়েছে।
বেশ কয়েক বছর ধরেই গুগল ডুডলের মাধ্যমে নানা ধরণের সামাজিক বার্তা দেওয়া হয়। কখনও বা বিখ্যাত ব্যক্তিত্বদের তাঁদের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হয়। কিংবা উদযাপন করা হয় প্রখ্যাত শিল্পীদের বিভিন্ন কাজ। তবে গুগল ডুডলের এইসব আঁকা, কার্টুন, ছোট ভিডিয়ো ক্লিপ কিংবা জিফ ফাইল সবসময়ই ক্ষণস্থায়ী। দীর্ঘক্ষণ গুগল সার্চ ইঞ্জিনের উপরে এইসব শিল্পকলা স্থায়ী হয় না। তবে স্মরণীয় প্রায় সব দিনই আজকাল আপনি ভুলে গেলেও, গুগল ডুডল আপনাকে মনে করিয়ে দেবে।
Today's #GoogleDoodle is popping up to wish a #HappyMothersDay to moms everywhere ♥️ → https://t.co/VqXppnShMf pic.twitter.com/9UskSb9bTQ
— Google Doodles (@GoogleDoodles) May 9, 2021
আজকের গুগল ডুডলে একটি জিফ ফাইল শেয়ার করা হয়েছে। সেখানে ছোট্ট ভিডিয়ো ক্লিপিংয়ের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে বিশ্বের সমস্ত মায়েদের। মনুষ্য জীবনের প্রতিটি পদক্ষেপে মা যে ঠিক কতটা গুরুত্ব রাখেন, সেকথা আলাদা করে বলার প্রয়োজন নেই। শুধু শ্রদ্ধা, কুর্নিশ আর সম্মান জানানোর পালা। তবে একটি নির্দিষ্ট দিন মায়েদের জন্য নির্ধারিত হলেও বছরের বাকি সব দিনও কিন্তু ‘মাদার্স ডে’। কারণ সন্তানের কাছে মায়েরা সবসময়েই স্পেশ্যাল।
আরও পড়ুন- মা যদি হন গ্যাজেট প্রেমী, কী কী উপহার দেবেন তাহলে?
২০১৪ সালের মধ্যে গুগল দু’হাজারের বেশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ডুডল প্রকাশ করেছিল। ২০১৯ সালের মধ্যে এই সংখ্যাটা চার হাজারের বেশি হয়ে গিয়েছে। বিশ্বব্যাপী ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে গুগল ডুডল।