খুব কম দামে Xbox Series X, দুর্দান্ত অফার কেবল Flipkart-এ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 07, 2023 | 12:57 PM

Microsoft গেমিং কন্সোলটির দাম বাড়ানো হয়েছিল। এখন Xbox Series X-এর দাম 55,990 টাকা। তবে এটিই আপনি এখন 10% ছাড়ে পেয়ে যাবেন। কীভাবে এত কম দামে আপনি এটি ক্রয় করতে পারবেন, জেনে নেওয়া যাক।

খুব কম দামে Xbox Series X, দুর্দান্ত অফার কেবল Flipkart-এ
Xbox Series X -এ দুর্দান্ত ছাড়। প্রতীকী ছবি।

Follow Us

Xbox Series X Offer: গেমিং কন্সোল কেনার চিন্তাভাবনা করছে? বাকেট লিস্টে কি Xbox Series X রয়েছে? তাহলে আপনার জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে Flipkart। মাইক্রোসফটের নব প্রজন্মের গেমিং কন্সোল Xbox Series X-এ আকর্ষণীয় অফার দিচ্ছে Flipkart। লঞ্চ প্রাইসেই এই ডিভাইসটি আপনি ক্রয় করতে পারবেন। সম্প্রতি, Microsoft গেমিং কন্সোলটির দাম বাড়ানো হয়েছিল। এখন Xbox Series X-এর দাম 55,990 টাকা। তবে এটিই আপনি এখন 10% ছাড়ে পেয়ে যাবেন। কীভাবে এত কম দামে আপনি এটি ক্রয় করতে পারবেন, জেনে নেওয়া যাক।

Flipkart-এ শুরু হয়েছে Big Bachat Dhamaal Sale। এই সেলেই আপনি Xbox Series X পেয়ে যাবেন 55,990 টাকা থেকে মাত্র 49,990 টাকায়। অর্থাৎ, এই গেমিং কন্সোলটির উপরে আপনাকে সরাসরি 6,000 টাকা ছাড় দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। এই সেল চলবে 8 জানুয়ারি পর্যন্ত। সেলের সেই শে দিন পর্যন্তই আপনি ছাড় পাবেন। এছাড়াও আপনি ব্যাঙ্ক অফ বরোদা, আইডিএফসি ফার্স্ট এবং ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারেও কিছু অতিরিক্ত 10% ছাড় পাবেন।

গত বছরের শেষ দিকে ভারতে নভেম্বর মাস নাগাদ Xbox Series X-এর দাম বাড়িয়েছিল Microsoft। চার মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার গেমিং কন্সোলটির দাম বাড়ানো হয়েছিল। শুধু তাই নয়। সস্তার মাইক্রোসফট গেমিং কন্সোল Xbox Series S-এর দামও বাড়তে পারে বলে সাম্প্রতিকতম একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে। দাম যখন বেড়েছে এবং সস্তার কন্সোলেরও দাম বাড়ার ইঙ্গিত মিলেছে, তখন এই অফার গেমারদের অনেকখানিই আকর্ষিত করবে।

গত বছর আগস্ট মাসে Xbox Series S-এর 37,990 টাকা থেকে বাড়িয়ে 39,990 টাকা করা হয়েছিল। প্রায় 5% এরও বেশি দাম বেড়েছিল সেই সময়। তবে ফ্লিপকার্টের বিগ বাচাত সেলে আপনি Xbox Series S পেয়ে যাবেন 32,990 টাকায়। এক্ষেত্রে মনে রাখতে হবে, যে মডেলটিতে আপনি ছাড় পাবেন সেটি 512GB স্টোরেজের।

Xbox-এর আরও বেশ কিছু সামগ্রী আপনি এই সেলে সস্তায় পাবেন। 13% ছাড়ের পর রোবট হোয়াইট Xbox ওয়্যারলেস কন্ট্রোলার পেয়ে যাবেন 5,199 টাকায়। অন্য দিকে কার্বন ব্ল্যাক ভ্যারিয়েন্টটি ক্রয় করতে আপনার খরচ হবে 5,390 টাকা। ইলেকট্রিক ভোল্ট/ফ্লুরোসেন্ট গ্রিন ওয়্যারলেস কন্ট্রোলার পেয়ে যাবেন 5,890 টাকায়।

Next Article