Flipkart সেলে মাত্র 25,990 টাকায় Xbox Series S

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 22, 2022 | 10:20 PM

মাইক্রোসফটের Xbox Series S খুব কম দামে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এটি বর্তমানে 25,990 টাকা মূল্যে ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে। এমনিতে মার্কেটে Xbox Series S-এর দাম 34,990 টাকা।

Flipkart সেলে মাত্র 25,990 টাকায় Xbox Series S
ফ্লিপকার্ট সেলে খুবই কম দামে Xbox Series S।

Follow Us

Flipkart Plus মেম্বারশিপ যাঁদের কাছে রয়েছে, তাঁদের জন্য ইতিমধ্যেই লাইভ হয়ে গিয়েছে Flipkart Big Billion Days। আর যাঁরা ফ্লিপকার্ট প্লাস মেম্বার নন, তাঁরা এই সেলে বিভিন্ন প্রডাক্ট কিনতে পারবেন 23 সেপ্টেম্বর থেকে। এক সপ্তাহব্যাপী এই সেলে ফোন থেকে শুরু করে নানাবিধ অন্যান্য গ্যাজেটে থাকছে আকর্ষণীয় ছাড়। সেই সঙ্গে আবার যাঁরা কম খরচে গেমিং কনসোল কেনার চিন্তাভাবনা করছেন, তাঁদের জন্য ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ় সেলের থেকে ভাল অফার আর মিলবে না।

মাইক্রোসফটের Xbox Series S খুব কম দামে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। এটি বর্তমানে 25,990 টাকা মূল্যে ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে। এমনিতে মার্কেটে Xbox Series S-এর দাম 34,990 টাকা। সুতরাং, Flipkart Big Billion Days সেলের সময় এক্সবক্স সিরিজ় এসে 9,000 টাকার ফ্ল্যাট ছাড় মিলছে। এই দাম ধার্য করা হয়েছে মূলত 512GB স্টোরেজ মডেলের জন্য।

এখন আপনি যদি ফ্লিপকার্ট প্লাসের সদস্যা না হন, তাহলেও চিন্তা করার কোনও কারণ নেই। কারণ, আপনি 23 সেপ্টেম্বর একই দামে এই গেমিং কনসোলটি কিনতে পারবেন। চলতি মাসের একবারে শেষ পর্যন্ত চলবে এই সেল। এই মুহুর্তে Xbox Series X ভ্যারিয়েন্টে কোনও ডিসকাউন্ট অফার নেই। এটি বর্তমানে 52,999 টাকায় বিক্রি হচ্ছে। Xbox সিরিজ এস-এ ব্যাঙ্কের অফারগুলির জন্য ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 750 টাকা ছাড় রয়েছে, যে সুবিধা আপনি EMI লেনদেনের ভিত্তিতে পাবেন।

যাঁরা ভাবছেন Sony’s PlayStation 5 বা PlayStation 4-এ কোনও ডিসকাউন্ট অফার আছে কি না, এই প্রশ্নের উত্তর হল না। দুটি সংস্করণেরই ফ্লিপকার্ট এবং অ্যামাজনে স্টক শেষ। কিছু রিপোর্ট অনুসারে, উভয় ডিভাইসই পরের সপ্তাহে উপলব্ধ করা হবে। লোকজন সর্বদা একটি প্লেস্টেশন বা এক্সবক্স সিরিজের X সংস্করণ কেনা কঠিন বলে মনে করে থাকেন, কারণ বেশিরভাগ সময়ই এর স্টক ফুরিয়ে যায়।

জেনে রাখা ভাল যে, এক্সবক্স সিরিজ এস-এ আরও ব্যয়বহুল এক্সবক্স সিরিজ এক্স-এর মতো উচ্চ-সম্পদ বৈশিষ্ট্য নেই। তবে এটি গেমারদের জন্য পর্যাপ্ত। তবে যাই হোক না কেন, Flipkart Big Billion Days সেলের সময় এটি বেশ কম দামে পাওয়া যেতে পারে।

Next Article