ভারতে সম্প্রতি নতুন গেম কন্ট্রোলার লঞ্চ করেছে রিলায়েন্স জিও। সদ্যই দেশে লঞ্চ হল Jio Game Controller। এই গেম কন্ট্রোলারে রয়েছে একটি এমন রিচার্জেবল ব্যাটারি যা অনেকদিন চালু থাকবে বলে দাবি করেছে সংস্থা। জিওর এই গেম কন্ট্রোলারে রয়েছে পরিচিত ডিজাইনের বাটন লেআউট। এছাড়াও Jio Game Controller যথেষ্টই হাল্কা ওজনের। জানা গিয়েছে, জিওর এই গেম কন্ট্রোলারে রয়েছে দুটো ভাইব্রেশন মোটর এবং দুটো প্রেশার পয়েন্ট ট্রিগার। ইউজাররা এই গেম কন্ট্রোলারের সাহায্যে দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন বলে দাবি করেছে জিও সংস্থা। এর পাশাপাশি এও জানা গিয়েছে, Jio Game Controller সেই সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবে যাদের ব্লুটুথ রেঞ্জ একটু বেশি এলাকা পর্যন্ত বজায় থাকে। এছাড়াও জিও সংস্থা জানিয়েছে তাদের নতুন Jio Game Controller প্রায় ১০ মিটার পর্যন্ত রেঞ্জ পর্যন্ত ওয়্যারলেস ডিভাইস হিসেবে কাজ করতে পারবে।
ভারতে Jio Game Controller- এর দাম এবং উপলব্ধতা দেখে নিন
ভারতে সদ্য লঞ্চ হওয়া জিওর নতুন গেম কন্ট্রোলারের দাম ৩৪৯৯ টাকা। পাওয়া যাচ্ছে রিলায়েন্স জিওর অফিশিয়াল ওয়েবসাইটে। Matte Black finish- এই রঙে পাওয়া যাবে Jio Game Controller। ইউজাররা এই গেম কন্ট্রোলার কেনার ক্ষেত্রে ইএমআই- এর সুবিধাও পাবেন।
Jio Game Controller- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন