Jio Game Controller লঞ্চ হল ভারতে, একবার চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা বজায় থাকবে Battery Life, দাম কত?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 31, 2022 | 9:35 AM

Jio Game Controller পাওয়া যাচ্ছে রিলায়েন্স জিওর অফিশিয়াল ওয়েবসাইটে। Matte Black finish- এই রঙে পাওয়া যাবে Jio Game Controller। ইউজাররা এই গেম কন্ট্রোলার কেনার ক্ষেত্রে ইএমআই- এর সুবিধাও পাবেন। 

Jio Game Controller লঞ্চ হল ভারতে, একবার চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা বজায় থাকবে Battery Life, দাম কত?
ভারতে লঞ্চ হল Jio Game Controller।

Follow Us

ভারতে সম্প্রতি নতুন গেম কন্ট্রোলার লঞ্চ করেছে রিলায়েন্স জিও। সদ্যই দেশে লঞ্চ হল Jio Game Controller। এই গেম কন্ট্রোলারে রয়েছে একটি এমন রিচার্জেবল ব্যাটারি যা অনেকদিন চালু থাকবে বলে দাবি করেছে সংস্থা। জিওর এই গেম কন্ট্রোলারে রয়েছে পরিচিত ডিজাইনের বাটন লেআউট। এছাড়াও Jio Game Controller যথেষ্টই হাল্কা ওজনের। জানা গিয়েছে, জিওর এই গেম কন্ট্রোলারে রয়েছে দুটো ভাইব্রেশন মোটর এবং দুটো প্রেশার পয়েন্ট ট্রিগার। ইউজাররা এই গেম কন্ট্রোলারের সাহায্যে দারুণ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন বলে দাবি করেছে জিও সংস্থা। এর পাশাপাশি এও জানা গিয়েছে, Jio Game Controller সেই সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবে যাদের ব্লুটুথ রেঞ্জ একটু বেশি এলাকা পর্যন্ত বজায় থাকে। এছাড়াও জিও সংস্থা জানিয়েছে তাদের নতুন Jio Game Controller প্রায় ১০ মিটার পর্যন্ত রেঞ্জ পর্যন্ত ওয়্যারলেস ডিভাইস হিসেবে কাজ করতে পারবে।

ভারতে Jio Game Controller- এর দাম এবং উপলব্ধতা দেখে নিন

ভারতে সদ্য লঞ্চ হওয়া জিওর নতুন গেম কন্ট্রোলারের দাম ৩৪৯৯ টাকা। পাওয়া যাচ্ছে রিলায়েন্স জিওর অফিশিয়াল ওয়েবসাইটে। Matte Black finish- এই রঙে পাওয়া যাবে Jio Game Controller। ইউজাররা এই গেম কন্ট্রোলার কেনার ক্ষেত্রে ইএমআই- এর সুবিধাও পাবেন।

Jio Game Controller- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন

  • এই ওয়্যারলেস গেমিং কন্ট্রোলার অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং অ্যান্ড্রয়েড টিভির সঙ্গে সহজেই যুক্ত করা যায়।
  • জিও সংস্থার তরফে জানানো হয়েছে ইউজাররা যদি সবচেয়ে ভাল গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে জিও সেট টপ বক্সের সঙ্গে এই গেমিং কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে লঞ্চ হয়েছে জিও সেট টপ বক্স এবং এর ডিজাইন অনেকটাই গেমিং কনসোলের মতো।
  • জিওর নতুন গেমিং কন্ট্রোলারে রয়েছে Bluetooth v4.1 সাপোর্ট। এছাড়াও ১০ মিটার পর্যন্ত রেঞ্জে ওয়্যারলেস ডিভাইস হিসেবে এই গেমিং কন্ট্রোলার কাজ করতে পারে বলেও দাবি করেছে জিও সংস্থা।
  • Jio Game Controller- এ রয়েছে একটি রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি। একবার চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছেন জিও কর্তৃপক্ষ। এই গেম কন্ট্রোলারে চার্জ দেওয়ার জন্য একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে।
  • জিওর এই নতুন গেমিং কন্ট্রোলারে রয়েছে ২০টি বাটনের একটি লেআউট। সেখানে দুটো প্রেশার পউএন্ট টড়িগার এবং ৮টি ডিরেকশন অ্যারো বাটন রয়েছে। এছাড়াও রয়েছে দুটো জয়স্টিক। আর রয়েছে দুটো ভাইব্রেশন ফিডব্যাক মোটর এবং haptic control সাপোর্ট। এই গেমিং কন্ট্রোলারের ওজন ২০০ গ্রাম।
Next Article