ভারতীয় গেমারদের ক্লাউড গেমিংয়ের সুবিধা দিতে জুটি বাঁধল Gamestream এবং Jio Games। হোয়াইট লেভেল গেমিং সলিউশনের অন্যতম জনপ্রিয় কোম্পানি Gamestream, ভারতীয় গেমিং পরিষেবা JioGames-এর সঙ্গে 10 বছরের পার্টনারশিপের ঘোষণা করল। এই পার্টনারশিপ 1.4 বিলিয়ন ভারতীয়কে যে কোনও সময়, যে কোনও জায়গায় ক্লাউজ গেমিংয়ের আনলিমিটেড অ্যাক্সেস দিতে পারবে।
জিও গেমস ক্লাউড হল ভারতের নিজস্ব গেমিং প্ল্যাটফর্ম। যে কোনও কনসোল এই প্ল্যাটফর্মে অ্যাক্সেসযোগ্য। জিও-র বিরাট ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ক্লাউড গেমিং জগতে বিপ্লব ঘটাতে প্রস্তুত JioGames Cloud। এদিকে দেশের বিভিন্ন প্রান্তে Jio 5G রোল আউট করা হচ্ছে। সেই Jio True 5G নেটওয়ার্কে ব্যাপক ভাবে অনুভব করা যেতে পারে ক্লাউড গেমিং।
সারা দেশে Jio যে শক্তিশালী 5G পরিকাঠামো তৈরি করেছে, তা ভারতে ক্লাউড গেমিং ইকোসিস্টেমের বৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশ করে। Jio-র True 5G কানেক্টিভিটি যোগ করতে JioGamesCloud-এর ইন্টারফেস এবং মাল্টি-ডিভাইস উপস্থিতি ভারতের প্রতিটি গেমিং অনুরাগীকে আনন্দ দেবে।
ভারত এই মুহূর্তে বিশ্বব্যাপী ভিডিয়ো গেমের বাজারে অন্যতম প্রধান প্লেয়ার হিসেবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছে। এই অংশীদারিত্ব JioGames-কে ভারতে একটি নেতৃস্থানীয় ক্লাউড গেমিং প্লেয়ার হিসাবে আবির্ভূত হতে দেখবে। গেমস্ট্রিমের প্রযুক্তিগত এবং ক্লাউড গেমিং দক্ষতার সঙ্গে রিলায়েন্স জিও-র সুবিস্তৃত ডিজিটাল উপস্থিতি এবং অতুলনীয় গ্রাহক অভিজ্ঞতার সংমিশ্রণ, এই অংশীদারিত্বকে বিশ্বব্যাপী ক্লাউড-গেমিং ইকোসিস্টেমকে সংজ্ঞায়িত করার পথে পরিচালিত করবে।
পাশাপাশি এই পার্টনারশিপের মাধ্যমে গেমস্ট্রিম, JioGamesCloud-এর লাইব্রেরিকে সমৃদ্ধ করবে। যাঁরা শখে খেলেন এবং যাঁরা প্রফেশনাল গেমার, তাঁদের জন্য 100 টিরও বেশি কাল্ট লাইসেন্স সহ প্রতি মাসে অতিরিক্ত গেম যোগ করা হবে।
গেমস্ট্রিমের সহ-প্রতিষ্ঠাতা এবং সভাপতি মিস্টার ইভান লেবেউ এই পার্টনারশিপ সম্পর্কে বলছেন, “ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যে আমাদের অত্যাধুনিক ক্লাউড গেমিং পরিষেবাগুলির জন্য আমরা বছরের পর বছর ধরে ক্লাউড গেমিং চালু করতে নেতৃস্থানীয় সংস্থাগুলিকে সাহায্য করে আসছি। এই প্রযুক্তি যে গেমিং সেগমেন্টে ব্যাপক প্রভাব ফেলবে, সে বিষয়ে আমি নিশ্চিত। JioGames-এর সঙ্গে 10 বছরের পার্টনারশিপ এন্ড-টু-এন্ড প্রযুক্তিগত সমাধান এবং আমাদের কন্টেন্ট লাইসেন্সিং দক্ষতাকে একত্রিত করে সারা বিশ্বে ভিডিয়ো গেমগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসবে। JioGames-এর সঙ্গে পার্টনারশিপে আমরা গেমিংয়ের ভবিষ্যত গঠন করছি।”
JioGamesCloud বর্তমানে তার পাবলিক বিটাতে লাইভ রয়েছে। JioGamesCloud এই মুহূর্তে Jio সেট টপ বক্স, অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং বাছাই করা কিছু ওয়েব ব্রাউজ়ার-জুড়ে সীমিত সময়ের জন্য বিনামূল্যে পাওয়া যাচ্ছে।