দেশি গেমিং প্ল্যাটফর্ম Zupee-তে বিনিয়োগে জোরদার আলোচনা করছে Microsoft

Zupee And Microsoft: ভারতের প্লে-টু-আর্ন গেমিং প্ল্যাটফর্ম Zupee-তে বিনিয়োগ করবে বলে আলোচনা করছে মাইক্রোসফট। সূত্রের খবর, সংস্থাটি ভারতীয় এই গেমিং প্ল্যাটফর্মে 100 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চিন্তাভাবনা করছে।

দেশি গেমিং প্ল্যাটফর্ম Zupee-তে বিনিয়োগে জোরদার আলোচনা করছে Microsoft
ভারতীয় গেমিং প্ল্যাটফর্মে বিনিয়োগের চিন্তাভাবনা মাইক্রোসফটের। প্রতীকী ছবি।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 08, 2022 | 5:48 PM

ভারতের প্লে-টু-আর্ন গেমিং প্ল্যাটফর্ম Zupee-তে বিনিয়োগ করবে বলে আলোচনা করছে মাইক্রোসফট। সূত্রের খবর, সংস্থাটি ভারতীয় এই গেমিং প্ল্যাটফর্মে 100 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চিন্তাভাবনা করছে। বিষয়টি সম্পর্কে পরিচিত দুই ব্যক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের কাছে বলেছেন, সর্বশেষ বেটিং সিরিজ়ে ক্লাউড পরিষেবাটি ভারতের মতো একটা জায়ান্ট মার্কেটে নিজেদের ব্যবসা প্রসারিত করতেই এই পরিকল্পনা নিয়েছে।

তবে এই চুক্তির চূড়ান্ত ফলাফল এখনও পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি সংশ্লিষ্ট মহল দাবি করছে, চুক্তিটি বাস্তবায়িত না হওয়ার একটি যুক্তিসঙ্গত সম্ভাবনা রয়েছে। কারণ, মাইক্রোসফটের দলটি ভারতে বেটিং সংক্রান্ত গেমিংয়ের ভবিষ্যত নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করেছে। পাশাপাশি টেক জায়ান্টটিকে ভারতে বিনিয়োগ করা থেকে বিরতও থাকতে বলেছে বিশেষজ্ঞ মহল।

যদিও Zupee বা মাইক্রোসফট এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু স্বীকার করেনি। আর একটি সূত্র থেকে জানা গিয়েছে, বিপুল অঙ্কের বিনিয়োগটি বাস্তবায়িত করার জন্য সম্প্রতি Zupee-র অনুরোধেও সাড়া দেয়নি মাইক্রোসফট। এই চুক্তির অংশ হিসেবে Zupee মাইক্রোসফটের স্টার্ট-আপ Azure এবং অন্যান্য মাইক্রোসফ্ট ক্লাউড পরিষেবাগুলি ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু সেখানেই সম্ভবত আপত্তি রয়েছে মাইক্রোসফটের।

নয়াদিল্লির গেমিং স্টার্ট-আপ Zupee-র চলতি বছরের জানুয়ারি মাসে 120 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেছে। গেমিং প্ল্যাটফর্মটি নিজেদের ‘দক্ষ-ভিত্তিক নৈমিত্তিক গেমিং’ প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে। সংস্থার সর্বশেষ মূল্য দাঁড়িয়েছিল 600 মিলিয়ন মার্কিন ডলার- লুডো, সাপ ও মই, তাস এবং ক্যারমের মতো জনপ্রিয় বেটিং গেমগুলিতে জনপ্রিয়তা অর্জন করে এখনও পর্যন্ত 70 মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপটি।

জানুয়ারিতে 420 মিলিয়নেরও বেশি গ্রাহক-সংখ্যা ছাপিয়েছে যাদের, ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Jio Platforms-এর সঙ্গে “প্রথম ধরনের কৌশলগত” অংশীদারিত্ব হিসাবে বর্ণনা করেছে। দুটি সংস্থাই একটি “ইকোসিস্টেম তৈরি করতে কাজ করবে যা পণ্য এবং পরিষেবাগুলির দ্রুত ও আরও দক্ষ ডেভেলপমেন্ট এবং বিতরণকে সহজতর করবে,” Zupee এর আগে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল।