PlayStation 5: ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্লেস্টেশন 5-এর দাম বাড়াল সনি

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 27, 2022 | 1:17 AM

ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, লাতিন আমেরিকা, কানাডা-সহ বিস্তৃত বাজারে এই বর্ধিত প্লে স্টেশন 5-এর বর্ধিত দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। রেহাই নেই ভারতেরও। আমাদের দেশেও PS5-এর দাম বাড়তে চলেছে। বৃহস্পতিবার সনি-র তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।

PlayStation 5: ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্লেস্টেশন 5-এর দাম বাড়াল সনি
দাম বাড়ছে প্লে স্টেশন 5-এর।

Follow Us

PlayStation 5 Price Increase: বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির কারণে প্লে স্টেশন 5-এর দাম বাড়িয়েছে জাপানের টেক জায়ান্ট সনি। আপাতত ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, লাতিন আমেরিকা, কানাডা-সহ বিস্তৃত বাজারে এই বর্ধিত প্লে স্টেশন 5-এর বর্ধিত দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। রেহাই নেই ভারতেরও। আমাদের দেশেও PS5-এর দাম বাড়তে চলেছে। বৃহস্পতিবার সনি-র তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।

“বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবেশে একটি চ্যালেঞ্জ যা এতদিনে আমরা প্রায় সকলেই সামান্য হলেও অনুভব করতে পেরেছি। আমরা উচ্চ বৈশ্বিক মুদ্রাস্ফীতির হার, সেই সঙ্গে প্রতিকূল মুদ্রার প্রবণতা দেখছি, যা উপভোক্তাদের প্রভাবিত করছে এবং অনেক শিল্পের উপর চাপ সৃষ্টি করছে,” জিম রায়ান, প্রেসিডেন্ট ও সিইও, সনি ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট, একটি ব্লগপোস্টে বলেছেন।

রায়ান আরও যোগ করে বলছেন, “এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে SIE প্লেস্টেশন 5a-র প্রস্তাবিত খুচরো মূল্য বাড়ানোরও কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যদিও প্লেস্টেশনের এই মূল্যবৃদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কার্যকর হবে না বলে জানিয়েছে সনি।

ইউরোপে আল্ট্রা এইচডি ব্লু-রে ডিস্ক ড্রাইভ-সহ PS5 এখন 549.99 ইউরো ($549.84) এবং PS5 ডিজিটাল সংস্করণ 449.99 ইউরো ($449.86)-এ উপলব্ধ হবে। একই ভাবে চিনে আল্ট্রা এইচডি ব্লু-রে ডিস্ক ড্রাইভ-সহ PS5 4,299 ইউয়ান ($627.73) এবং PS5 ডিজিটাল সংস্করণ 3,499 ইউয়ান ($510.91)-এ উপলব্ধ হবে।

সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, “যদিও বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ এবং SIE-র ব্যবসার উপরে এর প্রভাবের পরিপ্রেক্ষিতে এই মূল্যবৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে দেখা দিয়েছিল। তবে আমাদের অগ্রাধিকার PS5 সরবরাহ পরিস্থিতির উন্নতি অব্যাহত রাখা, যাতে যতটা সম্ভব খেলোয়াড়দের জন্য PS5 অফার করা এবং যা এখনও আসতে পারে তার সবকিছুই উপভোগ করতে পারে যেন প্লেয়াররা। ”

ভারতে PS5-এর ডিজিটাল সংস্করণের জন্য 39,990 টাকায় এবং ব্লু-রে সংস্করণটি 49,990 টাকায় লঞ্চ করা হয়েছিল।

Next Article