Gmail Blue Tick: এবার Gmail অ্যাকাউন্টেও ব্লু টিক, ইমেল-প্রতারণা কমাতে Google-এর বিশেষ পদক্ষেপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 04, 2023 | 3:24 PM

Google-ও তার ব্যবহারকারীদের জন্য একটি Blue Tick অপশন নিয়ে আসছে। BIMI বা ব্র্যান্ড ইন্ডিকেটর্স ফর মেসেজ আইডেন্টিফিকেশনের জন্য যে সব Gmail ব্যবহারকারীরা ভেরিফাই করবেন, তাঁরাই এই ব্লু টিক পরিষেবা ব্যবহার করতে পারবেন।

Gmail Blue Tick: এবার Gmail অ্যাকাউন্টেও ব্লু টিক, ইমেল-প্রতারণা কমাতে Google-এর বিশেষ পদক্ষেপ
টুইটারের পর এবার জিমেলেও ব্লু টিক।

Follow Us

Twitter থেকে শুরু করে Meta বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই এখন তার সাবস্ক্রাইবারদের ব্লু টিক অফার করে। কিছু প্ল্যাটফর্ম আবার অর্গ্যানিকালি সাবস্ক্রাইবার জোগাড় করে, কিছু প্ল্যাটফর্মকে সাবস্কিপশনের বন্দোবস্ত করতে হয় টাকার মাধ্যমে। এবার Google-ও তার ব্যবহারকারীদের জন্য একটি Blue Tick অপশন নিয়ে আসছে। BIMI বা ব্র্যান্ড ইন্ডিকেটর্স ফর মেসেজ আইডেন্টিফিকেশনের জন্য যে সব Gmail ব্যবহারকারীরা ভেরিফাই করবেন, তাঁরাই এই ব্লু টিক পরিষেবা ব্যবহার করতে পারবেন।

প্রাথমিক ভাবে সার্চ ইঞ্জিন জায়ান্টের ইমেল পরিষেবা মূলত ব্লু টিক অফার করবে বিভিন্ন ব্র্যান্ডকে। তার জন্য তাঁদের ব্র্যান্ডের লোগো ভেরিফাই করতে হবে BIMI প্ল্যাটফর্ম থেকে। এবং তারপরেই তারা প্রোফাইলে ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন। Google-এর অফিসিয়াল ব্লগ অনুযায়ী, নতুন ফিচারটি বিভিন্ন মানুষকে তাদের ভেকধারী প্রোফাইল ব্যবহারকারীদের আলাদা করে সনাক্ত করতে সাহায্য করবে।


Google-এর র‌্যাপিড রিলিজ় ও শিডিউলড রিলিজ় ডোমেইনের অঙ্গ হিসেবে রোল আউট করা হচ্ছে ফিচারটি। আগামী তিন দিনের মধ্যে তা বড়সড় ব্র্যান্ডগুলির কাছেও পৌঁছে যাবে। Google-এর তরফ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রত্যেকটা গুগল ওয়ার্কস্পেস কাস্টমার, লিগ্যাসি G Suite বেসিক ও বিজ়নেস কাস্টমার এমনকি, ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টধারীদের সকলে এই ব্লু চেকমার্ক ব্যবহার করতে পারবেন।

BIMI-তে কোনও লোগো ভেরিফাই করতে আপনাকে সেখানে একটি অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তার জন্য দরকার হবে ডোমেইন তথ্য। তারপরে আপনাকে SVG ফর্ম্যাটে ব্র্যান্ড লোগো আপলোড করতে হবে এবং ট্রেডমার্ক হিসেবে রেজিস্টার করতে হবে। এই সব কিছু হয়ে গেলেই আপনি ব্লু চেকমার্কের জন্য VMC (ভেরিফায়েড মার্ক সার্টিফিকেটে) অ্যাপ্লাই করতে পারেন, যা ঠিক আপনার জিমেল ব্র্যান্ড লোগোর পাশেই থাকবে।

Next Article