Google Bard: অ, আ, ক, খ, জানা নেই! বাংলায় অনুবাদ করে ফেলল Google-এর AI Chatbot
Google Bard Bangla Language: CBS News-এর কাছে '60 Minutes' নামক সাক্ষাৎকারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সমাজের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করেছেন সুন্দর পিচাই। সেখানে বলেছেন, Google Bard নিজেকে এমনই কিছু বিষয় শেখাতে শুরু করেছে, যা তাঁরা ভাবতেও পারেননি যে AI Chatbot-এর পক্ষে কখনও শেখা সম্ভব ছিল
Google Bard AI: জন্মের পর সন্তান যেমন ‘মা’ শব্দটা প্রথম বলে ওঠে। সেই শব্দটা তাকে শেখানোর দরকার হয় না। তা-ও সে প্রথমেই ‘মা’ বলে ওঠে। সেরকমই কিছু আশ্চর্যজনক কাণ্ড ঘটাল Google-এর নিজস্ব AI চ্যাটবট ‘Google Bard’। যে জিনিস তার প্রোগ্রামিংয়ে ছিল না, যে জিনিস তাকে শেখানো হয়নি, যা সম্পর্কে তার বিন্দুমাত্র জ্ঞানটুকুও ছিল না, তাই করে দেখাল গুগল বার্ড। নিজেকেই বাংলা শেখাল সে। আর তা দেখে অবাক হয়ে গেলেন খোদ সুন্দর পিচাই। AI Chatbot নিয়ে বিগত কিছু মাস ধরে চর্চা চলতে থাকার সময় একাধিক বার সুন্দার পিচাইকে বলতে শোনা গিয়েছে তাঁর সংস্থার AI সম্পর্কিত ভবিষ্যত চিন্তাভাবনা সম্পর্কে। প্রসঙ্গত, স্যাম অল্টম্যানের সংস্থা OpenAI তার ChatGPT নামক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট নিয়ে আসার পরই Google তার Bard-কে বাজারে নামায়। যদিও তা আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের কিছু জায়গায় ব্যবহারযোগ্য।
গত সপ্তাহে সংবাদমাধ্যম CBS News-এর কাছে ’60 Minutes’ নামক সাক্ষাৎকারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সমাজের উপর তার প্রভাব নিয়ে আলোচনা করেছেন সুন্দর পিচাই। সেখানে বলেছেন, Google Bard নিজেকে এমনই কিছু বিষয় শেখাতে শুরু করেছে, যা তাঁরা ভাবতেও পারেননি যে AI Chatbot-এর পক্ষে কখনও শেখা সম্ভব ছিল। পিচাই বলছেন, “উদাহরণ হিসেবে, একটা Google AI প্রোগ্রাম সে নিজে থেকেই অ্যাডাপ্ট করেছে, বাংলাদেশি ভাষায় তাকে নির্দেশ দেওয়ার পর। এটা তার জানারই কথা নয়, কারণ তাকে এ বিষয়ে কখনও ট্রেনিং দেওয়া হয়নি।”
সুন্দর পিচাই-সহ Google এর অন্যান্য কর্মকর্তাদের অবাক করে যে ভাষায় Bard তার দক্ষতা দেখিয়েছে, তা হল বাংলা। এই ভাষায় যেমন বাংলাদেশে ব্যবহার করা হয়, তেমনই আবার ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা, অসমের মতো রাজ্যেও ব্যবহার করা হয়। ওই ভিডিয়ো সাক্ষাৎকারে Google-এর SVP জেমস মান্যিকা বলেছেন, অ্যালগরিদমকে কিছু বাংলা নির্দেশনা দেওয়ার পরে এটি হুবহু সেই ভাষায় অনুবাদ করতে শিখেছে।
প্রাক্তন Google রিসার্চার মার্গারেট মিশেল আবার অন্য কথা বলছেন। টুইটারে তিনি উল্লেখ করেছেন, Google-এর PaLM, যে AI মডেলটি Bard-কে অনুপ্রাণিত করেছে, তাকে বাংলায় ব্যাখ্যা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, PaLM-এর ডেটাশিট লক্ষ্য করলেই বোঝা যায় তাকে বাংলা ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পিচাই বলছেন, “এর একটা দিক আছে, যাকে আমরা সবাই ব্ল্যাক বক্স বলে থাকি। আপনি জানেন, কিন্তু পুরোপুরি বোঝেন না। এবং আপনি ঠিক করে বলতে পারবেন না, এটি কেন তা বলেছে এবং ভুল করলেই বা কেন করেছে।” তাঁর কথায়, “AI সবকিছুকে প্রভাবিত করবে। উদাহরণস্বরূপ, আপনি একজন রেডিওলজিস্টও হতে পারেন। এখন থেকেআপনি যদি পাঁচ বা দশ বছর পর চিন্তাভাবনা করেন, তাহলে দেখবেন আপনার সঙ্গে সবসময়ই একজন AI সহযোগী থাকবে।”
এখন প্রশ্ন হচ্ছে, এতটা শক্তিশালী কীভাবে হতে পারে একটি AI Chatbot? গুগলের ওই তিন প্রযুক্তিবিদ দাবি করেছেন, Bard-এর ভিতরে যে মাইক্রোচিপ রয়েছে, তা মানুষের মস্তিষ্কের থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী। জেমস মান্যিকা দাবি করেছেন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে ইন্টারনেটে মজুত থাকা বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছে সে। কিন্তু অবাক করার মতো ঘটনা হল, তার ভাষা শিক্ষা। তাকে বাংলা শেখানো হল না, অথচ হুবহু বাংলায় অনুবাদ করে ফেলল সে। এখন তার এই নিজে থেকেই বাংলা অনুবাদ করার বিষয় নিয়েও গবেষণা শুরু করেছেন গুগলের রিসার্চ টিম, যাতে অন্যান্য ভাষার অনুবাদেও তাকে দক্ষ করে তোলা যায়।