HMPV: আবার কি লকডাউন ফিরছে? কী জানাল কেন্দ্র?
HMPV: চিনে ফের উদ্বেগ বাড়িয়েছে HMP ভাইরাস। ভারতের একাধিক রাজ্যে HMPV আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাও। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ লকডাউন ট্রেন্ডিং শুরু হয়েছে। ২০১৯-২০ সালে চিনে প্রথম করোনার প্রাদুর্ভাবের কথা তুলে ধরছেন অনেকে।
নয়াদিল্লি: কতটা উদ্বেগের হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)? ভারতে HMPV আক্রান্তের হদিশ মিলতেই উঠতে শুরু করেছে প্রশ্ন। আবার সোশ্যাল মিডিয়ায় করোনার প্রথম পর্বে লকডাউনের স্মৃতিও উসকে দিচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে HMPV নিয়ে বার্তা দিল কেন্দ্র। HMPV উদ্বেগের কি না, তা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।
চিনে ফের উদ্বেগ বাড়িয়েছে HMP ভাইরাস। ভারতের একাধিক রাজ্যে HMPV আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাও। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ লকডাউন ট্রেন্ডিং শুরু হয়েছে। ২০১৯-২০ সালে চিনে প্রথম করোনার প্রাদুর্ভাবের কথা তুলে ধরছেন অনেকে। ২০১৯ সালের নভেম্বরে চিনে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। আর ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ পাওয়া যায় ২০২০ সালের জানুয়ারিতে। ধীরে ধীরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে করোনা। ২০২০ সালের মতো কি দেশজুড়ে লকডাউন হবে? উঠছে প্রশ্ন।
এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং কেন্দ্র জানাল, HMPV নিয়ে আতঙ্কের কিছু নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, “স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, HMPV নতুন কোনও ভাইরাস নয়। ২০০১ সালে এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। সারা বিশ্বে অনেকদিন ধরেই রয়েছে। যেকোনও বয়সের মানুষ HMPV আক্রান্ত হতে পারেন। তবে উদ্বেগের কিছু নেই। কেন্দ্র, আইসিএমআর বিষয়টির উপর নজর রাখছে।” একইসঙ্গে তাঁর বক্তব্য, চিনের পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে।
এই খবরটিও পড়ুন
HMPV নিয়ে আতঙ্কিত হতে নিষেধ করলেও সাবধানতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা। তাঁরা বলছেন, বাইরে থেকে এলে হাত-মুখ, পা ভাল করে সাবান দিয়ে ধুতে হবে। একইসঙ্গে তাঁদের বক্তব্য, এই সময়ে জ্বর-সর্দি-কাশি হলে তা ভাইরাল ইনফেকশন ভেবে ফেলে রাখবেন না। আগে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে টেস্ট করান। বাড়িতে কোনও রোগী থাকলে তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন।