‘এখনও মাস্ক পরা গুরুত্বপূর্ণ’, ডুডলে বার্তা দিল গুগল

Sohini chakrabarty |

Apr 06, 2021 | 1:36 PM

বিশ্বব্যাপী ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে গুগল ডুডল।

এখনও মাস্ক পরা গুরুত্বপূর্ণ, ডুডলে বার্তা দিল গুগল
মঙ্গলবারের গুগল ডুডলে ইংরেজিতে যে 'গুগল' কথাটি লেখা হয়েছে তার প্রতিটি অক্ষরকেই মাস্ক পরানো হয়েছে।

Follow Us

নতুন করে মাথাচাড়া দিয়েছে নভেল করোনাভাইরাস। কিন্তু তা সত্ত্বেও অনেকেই কোভিড সতর্কতা মানছেন না। বিধিনিষেধ উড়িয়ে মাস্ক না পরেই বাইরে চলাফেরা করছেন অনেকে। তাঁদের উদ্দেশে সতর্কবার্তা দিল গুগল। মঙ্গলবারের গুগল ডুডলে এই বার্তাই দেওয়া হয়েছে যে, ‘মাস্ক এখনও গুরুত্বপূর্ণ। তাই মাস্ক পরুন। জীবন বাঁচান।’

মঙ্গলবারের গুগল ডুডলে ইংরেজিতে যে ‘গুগল’ কথাটি লেখা হয়েছে তার প্রতিটি অক্ষরকেই মাস্ক পরানো হয়েছে। শুধু তাই নয়, ‘এল’ অক্ষরটিকে ভ্যাকসিন সিরিঞ্জ হিসেবে দেখানো হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের হানা দিয়েছে করোনা। ভারতেও নতুন রূপে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। ফের মহারাষ্ট্রে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। বিশ্বজুড়ে এই ভাইরাসের সংক্রমণ রুখে দেওয়ার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী মেনে চলার বার্তা দিয়েছে গুগল ডুডল।

দীর্ঘদিন ধরেই গুগল ডুডলে- র মাধ্যমে নানা ধরণের সামাজিক বার্তা দেওয়া হয়। কখনও বা বিখ্যাত ব্যক্তিত্বদের তাঁদের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে স্মরণ করা হয়। কিংবা উদযাপন করা হয় প্রখ্যাত শিল্পীদের বিভিন্ন কাজ। তবে গুগল ডুডলের এইসব আঁকা, কার্টুন, ছোট ভিডিয়ো ক্লিপ কিংবা জিফ ফাইল সবসময়ই ক্ষণস্থায়ী। দীর্ঘক্ষণ গুগল সার্চ ইঞ্জিনের উপরে এইসব শিল্পকলা স্থায়ী হয় না। তবে স্মরণীয় প্রায় সব দিনই আজকাল আপনি ভুলে গেলেও, গুগল ডুডল আপনাকে মনে করিয়ে দেবে।

২০১৪ সালের মধ্যে গুগল দু’হাজারের বেশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ডুডল প্রকাশ করেছিল। ২০১৯ সালের মধ্যে এই সংখ্যাটা চার হাজারের বেশি হয়ে গিয়েছে। বিশ্বব্যাপী ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে গুগল ডুডল।

Next Article