ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্টে ফ্রি ভিডিয়ো কলের পরিষেবা বাড়িয়ে দিল গুগল মিট

Sohini chakrabarty | Edited By: সুমন মহাপাত্র

Mar 31, 2021 | 5:17 PM

মূলত ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা, ভার্চুয়াল মিটিং, অনলাইন ক্লাস--- এইসবে সুবিধার জন্যই গুগল মিটে আনলিমিটেড ভিডিয়ো কলের মেয়াদ (আপটু ২৪ ঘণ্টা) বাড়ানো হয়েছে।

ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্টে ফ্রি ভিডিয়ো কলের পরিষেবা বাড়িয়ে দিল গুগল মিট
ক্রমাগত গুগল মিটের জনপ্রিয়তা বাড়তে থাকায় 'আনলিমিটেড ভিডিয়ো কল'- এর পরিষেবা বাড়াচ্ছেন কর্তৃপক্ষ।

Follow Us

করোনার দাপটে লকডাউনের সঙ্গে পরিচিত হয়েছিল সাধারণ মানুষ। সেই সঙ্গে ‘ওয়ার্ক ফ্রম হোম’- এর ধারণার সঙ্গেই পরিচয় হয়েছে আমজনতার। তার ফলে আজকাল অফিসে গিয়ে মিটিং করার পরিবর্তে মানুষ গুগল মিটে মিটিং করা শিখেছেন। শুধু মিটিং নয়, পারিবারিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা— সবক্ষেত্রেই এখন অনেকেরই ভরসা গুগল মিট। বিশেষ করে যাঁদের আত্মীয়-পরিজন বা বন্ধুবান্ধবরা দূরদেশে থাকেন, তাঁদের ক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমই এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

ক্রমাগত গুগল মিটের জনপ্রিয়তা বাড়তে থাকায় ‘আনলিমিটেড ভিডিয়ো কল’- এর পরিষেবা বাড়াচ্ছেন কর্তৃপক্ষ। এবছর জুন মাস পর্যন্ত ‘আনলিমিটেড ভিডিয়ো কল’- এর পরিষেবার মেয়াদ বাড়ানো হচ্ছে। গতবছর সেপ্টেম্বর মাসে আনলিমিটেড ভিডিয়ো কলের পরিষেবা চালু করেছিল গুগল মিট। তবে এরপর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আনলিমিটেড এই কলের পরিষেবা ৬০ মিনিটে বেঁধে দেওয়া হবে। বলা হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত এই পরিষেবা থাকবে। অবশ্য নতুন বিবৃতিতে গুগল কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ৩০ জুন পর্যন্ত ‘আনলিমিটেড ভিডিয়ো কল’- এর পরিষেবা বজায় থাকবে।

যাঁদের জিমেল অ্যাকাউন্ট রয়েছে (https://goo.gle/3fqLb7U) তাঁরা এই সুবিধা পাবেন। গতবছর ব্যক্তিগত জিমেল অ্যাকাউন্টের জন্য এই আনলিমিটেড কলের পরিষেবা চালু করেছিল গুগল মিট। ২৫০ লোককে একসঙ্গে মিটিংয়ে যুক্ত করা যায় এই গুগল মিটের সাহায্যে। ভারতীয় ইউজারদের জন্য গুগল মিট চালু হওয়ার পর, অনেক নতুন ফিচারও চালু হয়েছে। ব্লার ব্যাকগ্রাউন্ড, নয়েস ক্যানসেলেশন, নতুন করে লোক যোগ করা— এইসব ফিচার চালু হয়েছে। এছাড়াও ইন্টারনাল লাইভ স্ট্রিমিং, ড্রাইভে কল রেকর্ডিং সেভ করার পাশাপাশি অনলাইন ক্লাসের ক্ষেত্রেও ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য বেশ কিছু নতুন ফিচার চালু করা হয়েছে।

মূলত ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা, ভার্চুয়াল মিটিং, অনলাইন ক্লাস— এইসবে সুবিধার জন্যই গুগল মিটে আনলিমিটেড ভিডিয়ো কলের মেয়াদ (আপটু ২৪ ঘণ্টা) বাড়ানো হয়েছে।

Next Article