ফরাসি হাইপারকার নির্মাণ সংস্থা Bugatti তাদের অত্যাধুনিক স্পোর্টস কার Chiron লঞ্চ করেছিল ২০১৬ সালে। Bugatti- র Veyron- এর সাফল্যের পর এই Chiron মডেল লঞ্চ করেছিল Bugatti। ৫ বছরের মধ্যে ৩০০ ইউনিট প্রোডাকশন হয়েছে এই গাড়ির। ২০১৬ সালে গাড়ি লঞ্চের সময়েই সংস্থার তরফে জানানো হয়েছিল যে এই মডেল ৫০০ ইউনিট প্রোডাকশন হবে। বিলাসবহুল এই গাড়ি লঞ্চের পাঁচ বছরের মধ্যেই ৩০০ ইউনিট তৈরি হয়ে গিয়েছে।
এই মাইলস্টোনকে স্মরণীয় করে রাখার জন্য ৩০০তম Chiron hypercar- এর লুক অ্যান্ড স্টাইলে বেশ কিছু পরিবর্তন এনেছে গাড়ি নির্মাণ সংস্থা। এই নির্দিষ্ট মডেলে করা হয়েছে উজ্জ্বল এবং চকচকে কালো রঙ (শাইনি ব্ল্যাক)। শুধু স্টাইলের দিক থেকে নয়, এই রঙের জন্য গাড়িটি দেখতেও হয়েছে অনেক বেশি পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী। এমনিতেই এই নির্দিষ্ট অর্থাৎ ৩০০তম মডেলকে বলা হচ্ছে ‘ডার্ক ডেভিল অফ স্পিড’।
Bugatti দাবি করেছে, গাড়ির বাইরের রঙকে বলা হয় Nocturne। ৩০০তম Bugatti Chiron মডেলে রয়েছে একটি কার্বন ফাইবার এলিমেন্ট (fair share)। এছাড়াও রয়েছে ফ্রন্ট এবং রেয়ার fascias, উইং মিরির আর্মস, হাউসিং এবং উইন্ডশিল্ড ওয়াইপার আর ম্যাসিভ রেয়ার উইং। শুধু বাইরের অংশ নয়, গাড়ির ককপিটেও রয়েছে কালোর ছোঁয়া। ভিতরের ককপিট অংশে রয়েছে কালো লেদার এবং Alcantara treatment। এই কালো রঙ ছাড়াও অন্যান্য মডেলের সঙ্গে ৩০০তম Bugatti Chiron মডেলের ডিজাইনের বিশেষ ফারাক নেই।
পাওয়ার সোর্স হিসেবে Bugatti Chiron মডেলে রয়েছে একটি আট লিটারের quad-turbocharged W16 ইঞ্জিন। এই ইঞ্জিন 1500 PS এবং 1600 Nm torque আউটপুট দিতে পারে। এই হাইপারকার ০ থেকে ১০০ স্পিড তুলতে পারে মাত্র ২.১৩ সেকেন্ডে। গাড়ির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। জানা গিয়েছে, ৫০০তম মডেলের ক্ষেত্রে ফের একটি আপডেটেড ব্ল্যাক বিউটি আনবে এই গাড়ি নির্মাণ সংস্থা।