কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে পাবজি! দাবি গেমের কনটেন্ট ক্রিয়েটরের, নতুন করে শুরু জল্পনা

Sohini chakrabarty |

Mar 31, 2021 | 7:18 PM

এই খবর আদৌ সত্যি, নাকি সবই আগের মতো গুজব, জল্পনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। গেম নির্মাণ সংস্থা ক্র্যাফটন (দক্ষিণ কোরিয়ার সংস্থা)- এর তরফেও আনুষ্ঠানিক ভাবে গেম রি-লঞ্চের ব্যাপারে কিছু জানানো হয়নি।

কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে পাবজি! দাবি গেমের কনটেন্ট ক্রিয়েটরের, নতুন করে শুরু জল্পনা
Luv Sharma (GodNixon Gaming)- জনপ্রিয় PUBG Mobile কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি তাঁর ইউটিউবের একটি ভিডিয়োতে এই তথ্য শেয়ার করেছেন যে সম্ভবত সরকারের তরফে ছাড়পত্র পেয়েছে।

Follow Us

ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার পর ছয় মাস কেটে গিয়েছে। এর মধ্যে পুনরায় ভারতে পাবজি ফিরে আসা প্রসঙ্গে একাধিক খবর শোনা গিয়েছে। তবে হাজার জল্পনার মধ্যেও নিশ্চিতভাবে এখনও জানা যায়নি যে আদৌ পাবজি ভারতে ফিরছে কিনা, আর ফিরলেও কবে ফিরছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ভারতে নিষিদ্ধ হয়েছিল পাবজি।

যদিও এতকিছুর মধ্যে নতুন করে আশায় বুক বাঁধছেন পাবজি প্রেমীরা। শোনা যাচ্ছে, সম্ভবত ভারত সরকার ছাড় দিয়েছে এই গেমকে। তাই হয়তো এই গেম তাড়াতাড়ি ফিরতে পারে ভারতে। তবে এই খবর আদৌ সত্যি, নাকি সবই আগের মতো গুজব, জল্পনা সে ব্যাপারে কিছু জানা যায়নি। গেম নির্মাণ সংস্থা ক্র্যাফটন (দক্ষিণ কোরিয়ার সংস্থা)- এর তরফেও আনুষ্ঠানিক ভাবে গেম রি-লঞ্চের ব্যাপারে কিছু জানানো হয়নি।

Luv Sharma (GodNixon Gaming)- জনপ্রিয় PUBG Mobile কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি তাঁর ইউটিউবের একটি ভিডিয়োতে এই তথ্য শেয়ার করেছেন যে সম্ভবত সরকারের তরফে ছাড়পত্র পেয়েছে। ২ মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিয়োতে বিভিন্ন সূত্রের কথা বলা হয়েছে, যেখান থেকে আসলে Luv Sharma এই তথ্য পেয়েছে। সেখানে একটি টুইটের উল্লেখ করা হয়। Abhijeet “Ghatak” Andhare নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এই টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী দু’মাস পাবজি প্রেমীদের জন্য খুবই ভাল আসতে চলেছে। সেই সঙ্গে এও বলা হয়েছে যে, TSM lover- রা খুব দ্রুত কোনও ভাল খবরের জন্য অপেক্ষা করতে পারেন। এই অভিজিৎ আসলে একজন প্রফেশনাল পাবজি প্লেয়ার। কিন্তু গেমের রি-লঞ্চের দিনক্ষণ সম্পর্কে সঠিক ভাবে তিনিও কিছু জানাতে পারেননি। অন্যদিকে TalkEsports- এর একটি রিপোর্টেও বলা হয়েছে একই কথা।

গতবছর ১১৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। সেই তালিকাতেই ছিল পাবজি। গালওয়ান উপত্যকায় চিনা লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের কারণেই এই গেম নিষিদ্ধ করা হয় ভারতে।

Next Article