পরবর্তী 3 মাস FREE স্টোরজ! বছরের শুরুতেই Google One এর বিশেষ অফার
গুগল ওয়ানের বেসিক প্ল্যানে ব্যবহারকারীদের 100GB স্টোরেজ অফার করা হয়, যার খরচ প্রতি মাসে 130 টাকা। এই প্ল্যানই আপনি এখন অফারে মাত্র 35 টাকায় তিন মাসের জন্য পেয়ে যাবেন। সেই তিন মাসের অফারটি শেষ হয়ে গেলে এই প্ল্যানেরই খরচ প্রতি মাসে 130 টাকা হয়ে যাবে।

প্রত্যেক Google অ্যাকাউন্টে 15GB-র ফ্রি স্টোরেজ দেওয়া হয়। তবে সেই ফ্রি স্টোরেজ গুগলের প্রায় সব সার্ভিসেই কাজে লেগে যায়। তার মধ্যে যেমন গুগল ড্রাইভ রয়েছে, যেখানে গুচ্ছের ছবি বা ভিডিয়ো আপনি স্টোর করে রাখতে পারেন। তেমনই আবার রয়েছে গুগল ফটোজ়, সেখানেও আপনার প্রতিদিনের তোলা ছবি ও ভিডিয়োগুলি স্টোর হয়ে থাকে। তবে সবথেকে বড় কথা হল হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে শুরু করে যাবতীয় স্টোরেজও এখন গুগল ড্রাইভেই আমরা সেভ করে থাকি। এখন এই 15GB স্টোরেজের কোটা যদি আপনি শেষ করে ফেলেন, তাহলে আপনাকে Google ONE সাবস্ক্রাইব করতে হয়।
Google ONE-এর একাধিক প্ল্যান রয়েছে, যা ব্যবহারকারীদের অতিরিক্ত স্টোরেজ অফার করে। সস্তা থেকে দামি, মাসিক থেকে বার্ষিক মেয়াদের উপরে ভিত্তি করে বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে। এখন যদি কোনও কারণে আপনার 15GB স্টোরেজের কোটা শেষ হয়ে যায় এবং আপনি যদি স্টোরেজ কিনতে চান, তাহলে আপনার জন্য বিশেষ অফার নিয়ে এসেছে GOOGLE।
Google ONE প্ল্যানের বিশেষ অফার
অফারের বিষয়ে জানার আগে জেনে নেওয়া ভাল যে, গুগল ওয়ানের এই বিশেষ অফারটি সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে। ঠিক কী অফার দেওয়া হচ্ছে? যাঁরা আগে থেকেই গুগল ওয়ান সাবস্ক্রাইব করে ব্যবহার করছেন, তাঁরা তিন মাসের জন্য যে কোনও প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। মাসিক এবং বার্ষিক দুই ধরনের গুগল ওয়ান প্ল্যানেই অফারটি পাওয়া যাবে।
Google ONE বেসিক প্ল্যান
গুগল ওয়ানের বেসিক প্ল্যানে ব্যবহারকারীদের 100GB স্টোরেজ অফার করা হয়, যার খরচ প্রতি মাসে 130 টাকা। এই প্ল্যানই আপনি এখন অফারে মাত্র 35 টাকায় তিন মাসের জন্য পেয়ে যাবেন। সেই তিন মাসের অফারটি শেষ হয়ে গেলে এই প্ল্যানেরই খরচ প্রতি মাসে 130 টাকা হয়ে যাবে।
Google ONE স্ট্যান্ডার্ড প্ল্যান
স্ট্যান্ডার্ড প্ল্যানে রয়েছে 200GB ডেটা, যার জন্য প্রতি মাসে 210 টাকা খরচ করতে হয়। অফারে এই প্ল্যানই প্রতি মাসে মাত্র 50 টাকা খরচ করে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অফারের মেয়াদ শেষ হয়ে গেলে এই প্ল্যানের জন্য গ্রাহকদের প্রতি মাসে 210 টাকা খরচ করতে হয়।
Google ONE প্রিমিয়াম প্ল্যান
গুগল ওয়ানের প্রিমিয়াম প্ল্যানটি এই মুহূর্তে সবথেকে দামি একটি প্ল্যান, যার জন্য প্রতি মাসে 610 টাকা খরচ করতে হবে। এখন এই প্ল্যানই আপনি যদি সাবস্ক্রাইব করেন, তাহলে প্রথম তিন মাসের জন্য আপনাকে 160 টাকা খরচ করতে হবে।
কারা পাবেন এই অফার
মনে রাখতে হবে, নতুন করে যাঁরা গুগল ওয়ান সাবস্ক্রাইব করবেন, তাঁরা এই অফারটি পাবেন না। আগে থেকেই গুগল ওয়ান সাবস্ক্রাইব করে যাঁরা ব্যবহার করছেন, তাঁরা এই অফারটি পেয়ে যাবেন পরবর্তী তিন মাসের জন্য।
কী সুবিধা
পয়সা খরচ করে গুগল ওয়ান সাবস্ক্রিপশন প্ল্যান কিনলে অতিরিক্ত স্টোরেজ তো পাবেনইষ। সেই সঙ্গেই আবার গুগল বিশেষজ্ঞদের পরামর্শ, 5 জন মানুষের সঙ্গে সেই স্টোরেজ স্পেস শেয়ার করার সুবিধা, গুগল ফটোজ় এডিট করার সুবিধা, এমনকী ডার্ক ওয়েব মনিটর করার সুযোগও পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
