২০২০ সালে গুগল পে-তে কত টাকার লেনদেন করেছেন? ইউজারদের জানাবে ‘রিওয়াইন্ড’ অপশন

Jan 02, 2021 | 2:09 PM

২০১৯ সালের ডিসেম্বর মাসের পর থেকে যা ট্রানজাকশন হয়েছে সেই তথ্যই পাওয়া যাবে।

২০২০ সালে গুগল পে-তে কত টাকার লেনদেন করেছেন? ইউজারদের জানাবে রিওয়াইন্ড অপশন
ইউজাররা গুগল পে অ্যাপ খুললেই রিওয়াইন্ড অপশন পাবেন।

Follow Us

নতুন বছরে ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে এল গুগল পে। অনলাইন মানি ট্রানজাকশনের জন্য জনপ্রিয় এই ইউপিআই অ্যাপ। এবার সেখানে দেখা যাবে একজন ইউজাররা ২০২০ সালে মোট কত খরচ করেছেন। অর্থাৎ নিজেদের ট্রানজাকশন ট্র্যাক করতে পারবেন ইউজাররা।

আপাতত আনড্রয়েড এবং আইওএস ভারসানের ফোনে গুগল পে অ্যাপ খুললেই এই নতুন ফিচার ২০২০ রিওয়াইন্ড দেখা যাচ্ছে। গত বছর অর্থাত’২০ সালে কতদিন একজন ইউজার এই গুগল পে অ্যাপ ব্যবহার করেছেন এবং কত টাকার লেনদেন হচ্ছে তার সবটাই সবিস্তারে জানা যাবে এবার থেকে। শুধু খরচ নয়, কত টাকা আয় হয়েছে সেটাও জানা যাবে। কত রিওয়ার্ড পেয়েছেন, কী কী গিফট কার্ড পেয়েছেন তাও জানা যাবে।

ইউজাররা গুগল পে অ্যাপ খুললেই রিওয়াইন্ড অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ‘চেকআউট ইওর ২০২০ সামারি’ অপশন আসবে। সেখান থেকেই দেখা যাবে গত বছরের খরচের খতিয়ান। গুগল পে অ্যাপের উপরের দিকে এই রিওয়াইন্ড অপশন পাওয়া যাবে। এছাড়াও ইউজাররা প্রোমোশন অপশনে গিয়ে ‘রিওয়াইন্ড’ বাটন পাবেন। ইউজার গত বছরে কতদিন গুগল পে অ্যাপ ব্যবহার করেছেন সেটাও দেখা যাবে এই অপশনে। কাকে কত টাকা দিয়েছেন, কত ক্যাশব্যাক পেয়েছেন সব বিবরণ পাওয়া যাবে এখানে। স্থানীয় কোনও ব্যবসায়ীকে টাকা দিয়ে থাকলে সেটাও দেখা যাবে। সম্প্রতি গুগল পে ‘গো ইন্ডিয়া’ গেম চালু করেছিল। ইউজার সেটা খেলে থাকলে তিনি কোন কোন জায়গায় টিকিট পেয়ছিলেন সেটাও আবার দেখা যাবে এই নতুন অপশন থেকে। কোনও সামাজিক সেবামূলক কাজে দান করে থাকলে ইউজাররা সেই তথ্যও পেয়ে যাবেন।

২০১৯ সালের ডিসেম্বর মাসের পর থেকে যা ট্রানজাকশন হয়েছে সেই তথ্যই পাওয়া যাবে। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত ইউজার যে লেনদেন করেছেন তার তথ্য দেবে গুগল পে অ্যাপের নতুন অপশন।

Next Article