অনলাইন শপিংয়ের পাশাপাশি বর্তমানে অনলাইনে আর্থিক লেনদেন করতেও অভ্যস্ত হয়েছি আমরা। বিশেষ করে করোনাভাইরাসের প্রকোপে আরও বেশি করে অনলাইন ট্রানজাকশন করতে হয়েছে সাধারণ মানুষকে। আর তাই জনসাধারণের সুবিধার্থে অসংখ্য ই-পেমেন্ট অ্যাপও চালু হয়েছে। আমজনতার হাতে রয়েছে একগুচ্ছ অপশন।
এরই মধ্যে অন্যতম জনপ্রিয় ই-পেমেন্ট অ্যাপ গুগল পে। বৃহস্পতিবার গুগলের তরফে জানানো হয়েছে জি পে-র ক্ষেত্রে চালু হতে চলেছে একটি নতুন ফিচার। যার নাম ‘Personalisation within Google Pay’। এর সাহায্যে নিজেদের গুগল পে সংক্রান্ত ডেটার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন- ইনস্টাগ্রাম লাইট লঞ্চ করল ফেসবুক, চলবে ২জি নেটওয়ার্কেও
একটি ব্লগ পোস্টে গুগলের তরফে লেখা হয়েছে, “আগামী সপ্তাহ থেকে গুগল পে অ্যাপ সেটিংস আপনাদের হাতে নিয়ন্ত্রণের এমন অধিকার দেবে, যার সাহায্যে আপনারা ঠিক করতে পারবেন যে, আপনাদের গুগল পে অ্যাক্টিভিটি কীভাবে অ্যাপের মধ্যেই পার্সোনালাইজ করা যাবে।”
সূত্রের খবর, নতুন এই ফিচারের সাহায্যে ইউজাররা গুগল পে অ্যাপে নিজেদের সক্রিয়তা অনুযায়ী অফার এবং রিওয়ার্ড পাওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা মডিফাই করার অর্থাৎ বদলের সুযোগ পাবেন। এমনকি নিজেদের প্রেফারেন্স বা পছন্দ পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হল যে, ইউজাররা প্রতিটি ট্রানজাকশনের খুঁটিনাটি এবং অ্যাক্টিভিটি রেকর্ড দেখতে যেমন পাবেন, তেমনই ডিলিট করতেও পারবেন।
অ্যানড্রয়েড এবং আইওএস দুই ভার্সানের ক্ষেত্রেই চালু থাকবে গুগল পে- র এইসব ফিচার। গুগল পে (প্রোডাক্ট)- এর ভাইস প্রেসিডেন্ট অম্বরীশ কেনঘে জানিয়েছেন, ফিচারের ক্ষেত্রে যাই বদল বা আপডেট আসুক না কেন, ইউজারদের অনুমতি ছাড়া কোথাও তাঁদের ব্যক্তিগত ডিটেলস শো করানো বা দেখানো হবে না। মূলত একজন ইউজার যাতে তাঁর ট্রানজাকশন সংক্রান্ত যাবতীয় ডেটার দিকে নজর রাখতে পারেন সেই জন্যই চালু হবে এই প্রাইভেসি ফিচার।