AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই 9 জনপ্রিয় অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল Google, সময় থাকতে ডিলিট করুন ফোন থেকে

Google Remove Apps: আপনি যদি আপনার ফোনে এই ধরনের অ্যাপ ব্যবহার করেন, তাহলে এখনই ফোন থেকে এই অ্যাপগুলি ডিলিট করে ফেলুন। কারণ এই অ্যাপগুলি গুগল প্লে স্টোর ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। Google যে অ্যাপগুলির উপর পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে কী কী অ্যাপ রয়েছে?

এই 9 জনপ্রিয় অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিল Google, সময় থাকতে ডিলিট করুন ফোন থেকে
| Updated on: Jan 16, 2024 | 1:41 PM
Share

গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল। যে অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে 9টি ক্রিপ্টো অ্যাপ। ফলে আপনি যদি আপনার ফোনে ক্রিপ্টো অ্যাপ ব্যবহার করেন, তাহলে এখনই ফোন থেকে এই অ্যাপগুলি ডিলিট করে ফেলুন। কারণ এই অ্যাপগুলি গুগল প্লে স্টোর ইন্ডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। Google যে অ্যাপগুলির উপর পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে রয়েছে Binance এবং Kraken-এর মতো অ্যাপ।

ক্রিপ্টোকারেন্সি কী?

ক্রিপ্টোকারেন্সি হল একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম। যেখানে ব্যাঙ্ক ট্রানজেকশন ভেরিফাই করে না। এটি একটি পিয়ার-টু-পিয়ার সিস্টেম, যার মাধ্যমে ইউজাররা যে কোনও সময় যে কাউকে পেমেন্ট করতে পারে।

কেন অ্যাপগুলিকে সরানো হয়েছে?

2023 সালের ডিসেম্বরে, ভারতীয় অর্থ মন্ত্রকের ফিনান্সিয়াল ইন্টেলেকচুয়াল ইউনিট (FIU) একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাপের বিরুদ্ধে একটি নোটিশ জারি করেছিল। আর তারপরে এই অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। FIU, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে (MeitY) এই 9 টি অ্যাপ এবং তাদের URL ব্লক করতে বলেছিল।

তালিকায় কোন কোন অ্যাপ রয়েছে?

  1. বিনান্স (Binance)
  2. কুকয়েন (Kucoin)
  3. হুওবি (Huobi)
  4. ক্রাকেন (Kraken)
  5. Gate.io
  6. বিট্রেক্স (Bittrex)
  7. বিটস্ট্যাম্প (Bitstamp)
  8. MEXC গ্লোবাল (MEXC Global)
  9. বিটফেনেক্স (Bitfenex)

কিন্তু কেন এসব অ্যাপকে ব্লক করা হল?

অ্যান্টি-মানি লন্ডারিং রেগুলেশন লঙ্ঘনের জন্য এই অ্যাপগুলিকে ভারতে নিষিদ্ধ করা হল। ভারত ইতিমধ্যেই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে অনেক তথ্য দিয়েছে। এ দেশ এখনও পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের অনুমোদন দেয়নি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI 5 বছর আগে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ করেছিল। ক্রিপ্টো কারেন্সি ব্যবহারের বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছিয়েও কোনও সঠিক ফলাফল পাওয়া যায়নি। এর আগেও বহুবার Google Play Store থেকে বিভিন্ন অ্যাপকে সরিয়ে ফেলা হয়েছিল। যদিও তার কারণ ছিল অন্য। যে সব অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হচ্ছিল, সেগুলি ফোন হ্যাক করে সমস্ত ব্যক্তিগত তথ্য লুট করে নিচ্ছিল।