আপনার Insta স্টোরির জন্য অত্যন্ত সুবিধাজনক ফিচার এল, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 14, 2023 | 6:36 PM

Group Mention Instagram: নতুন গ্রুপ মেনশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক বন্ধু বা গ্রুপকে একটি স্টোরিতে ট্যাগ করতে পারবেন। ইনস্টা স্টোরিতে সিঙ্গেল মেনশনেই একটা গোটা গ্রুপ বা একাধিক প্রোফাইলকে ট্যাগ করা যাবে। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রধান আদাম মোসেরি এই ফিচারের ঘোষণা করেছেন।

আপনার Insta স্টোরির জন্য অত্যন্ত সুবিধাজনক ফিচার এল, জেনে নিন
ইনস্টাগ্রামে আসছে নতুন ফিচার।

Follow Us

Instagram একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা তাদের প্ল্যাটফর্ম বিভিন্ন কোলাবরেশনকে উৎসাহিত করবে। আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে ফিচারটি। কিন্তু কী হতে চলেছে এর মধ্যে দিয়ে? এই লেটেস্ট ইনস্টা ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা একজনের বেশি একাধিক মানুষকে ট্যাগ করতে পারবেন। সবথেকে বড় কথা হল, সিঙ্গেল মেনশনের দ্বারাই তা সম্ভব হবে।

এই নতুন গ্রুপ মেনশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক বন্ধু বা গ্রুপকে একটি স্টোরিতে ট্যাগ করতে পারবেন। ইনস্টা স্টোরিতে সিঙ্গেল মেনশনেই একটা গোটা গ্রুপ বা একাধিক প্রোফাইলকে ট্যাগ করা যাবে। সম্প্রতি ইনস্টাগ্রাম প্রধান আদাম মোসেরি এই ফিচারের ঘোষণা করেছেন।

মোসেরি লিখছেন, ‘আমরা একটি সিঙ্গেল মেনশন ব্যবহার করে স্টোরিতে গুচ্ছের মানুষকে ট্যাগ করার উপায় পরীক্ষা করছি। একবার আপনি একটি গ্রুপ মেনশন তৈরি করলে, গ্রুপের যে কেউ এটিকে স্বয়ংক্রিয়ভাবে নতুন স্টোরিতে সবাইকে ট্যাগ করতে পুনরায় ব্যবহার করতে পারে। তাই, আপনি যদি বন্ধুদের সঙ্গে গরমে কোথাও বেড়াতে যান, তাহলে প্রত্যেক ব্যক্তিকে পৃথকভাবে ট্যাগ না করে আপনি আরও সহজে সবাইকে অন্তর্ভুক্ত করতে পারেন।’

নতুন গ্রুপ মেনশন বৈশিষ্ট্যটি আপনার Instagram স্টোরিগুলিকে আগের মতো অগোছালে দেখাবে না। এই মুহূর্তে আপনাকে ইনস্টা স্টোরিতে ট্যাগ করতে প্রত্যেকটা লোকের আলাদা-আলাদা করে ট্যাগ তৈরি করতে হয়। গ্রুপ মেনশন ফিচারটি প্রতিটি বন্ধুর নাম পৃথকভাবে টাইপ না করে একটি স্টোরিতে একাধিক বন্ধুকে ট্যাগ করার একটি সুবিধাজনক উপায়। এটি গ্রুপ ফটো এবং ভিডিয়োগুলির জন্য খুব সহায়ক হতে পারে, যেখানে প্রত্যেক ব্যবহারকারীর নাম মনে রাখা সত্যিই কঠিন। এই মুহূর্তে ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই তা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইনস্টা ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হবে।

এদিকে ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের জন্য আরও একটি চমৎকার বৈশিষ্ট্য নিয়ে আসছে। ইতিমধ্যেই প্ল্যাটফর্মটিতে থাকা ব্যবহারকারীর বিভিন্ন ছবিতে ছবি এবং ভিডিয়োও যোগ করা যেতে পারে। এর ফলে একজন ইনস্টা ব্যবহারকারীর স্টোরিজ় শেয়ার করার অভিজ্ঞতা এক্কেবারে অন্যরকম হতে চলেছে।

Next Article