করুন ইচ্ছেমতো এডিট, বিনামূল্যেই পেয়ে যান এই সেরা পাঁচ ভিডিয়ো এডিটিং অ্যাপ

Nov 24, 2020 | 8:17 AM

গুগল প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যান এই সেরা পাঁচ ভিডিয়ো এডিটিং অ্যাপ।

করুন ইচ্ছেমতো এডিট, বিনামূল্যেই পেয়ে যান এই সেরা পাঁচ ভিডিয়ো এডিটিং অ্যাপ
গুগল প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যান এই সেরা পাঁচ ভিডিয়ো এডিটিং অ্যাপ।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ঘুরতে গিয়ে প্রাণভরে ভিডিয়ো তুলেছেন, অথচ তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে গিয়েই বিপত্তি? অবাঞ্ছিত ক্লিপিংস কিছুতেই ট্রিম করতে পারছেন না? জুড়তে পারছেন না বাড়তি ফিলটার। আপনি যদি অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারী হন তবে আপনার জন্য সুখবর। গুগল প্লে স্টোরে বিনামূল্যে পেয়ে যান এই সেরা পাঁচ ভিডিয়ো এডিটিং অ্যাপ। (video editor apps)

⦁ ভিডিয়ো শো
ইতিমধ্যেই সেরা ভিডিয়ো এডিটিং অ্যাপের তকমা পেয়েছে ভিডিয়ো শো। গুগল প্লে স্টোরে সম্পূর্ণ নিখরচায় পেয়ে যাবেন এই অ্যাপটি। এই অ্যাপের একটি উল্লেখযোগ্য ফিচার হল ভিডিয়ো এডিট করার পাশাপাশি টেক্সট ও যোগ করতে পারবেন আপনার পছন্দের ভিডিয়োর সঙ্গে। একই সঙ্গে কমপ্রেস করে কমানো যাবে ভিডিয়োর মাপও। ব্লার করা যাবে ব্যাকগ্রাউন্ড। বাড়ানো যাবে অডিও স্পিডও। ভিডিয়োর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকও যুক্ত করা যাবে এই অ্যাপের মাধ্যমে। তবে সমস্যাও রয়েছে। এই অ্যাপের একটি উন্নতমানের ভার্সনও রয়েছে যা ব্যবহার করতে আপনাকে পয়সা খরচ করতে হবে। সেই ভার্সনে এমন কিছু সুবিধা আপনি পাবেন যা ফ্রি ভার্সনে নেই। সেগুলি হল, অবাঞ্ছিত আড দূরীকরণ, হাইরেজুলেশন ভিডিয়ো ইত্যাদি।
⦁ পাওয়ার ডিরেক্টর ভিডিয়ো এডিটর অ্যাপ
আপাত ভাবে দেখতে খানিক কঠিন মনে হলেও একবার বুঝে নিলে ভিডিয়ো এডিট করার ক্ষেত্রে এই অ্যাপের জুড়ি মেলা ভার। বুঝতে যদি অসুবিধেও হয় সে খেত্রেও এই অ্যাপের ফ্রি টিউটোরিয়াল আপনাকে গাইড করবে শিক্ষকের মতো। আপনি যদি স্লো-মো-র (স্লো-মোশন) ফ্যান হন তবে তো সোনায় সোহাগা। পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন এই ফিচারটিও। ব্যাকগ্রাউন্ডে জুড়তে পারবেন পছন্দসই মিউজিক এবং ভয়েসওভারও। তবে একটাই সমস্যা। এর ফ্রি ভার্সনে আপনি না চাইলেও দেখা যাবে পাওয়ার ডিরেক্টরের ওয়াটার মার্কটি।


⦁ কিনে মাস্টার বা কাইন মাস্টার
এই ভিডিয়ো এডিটর অ্যাপটির জন্ম আদপে সুদূর কোরিয়াতে। এর আসল উচ্চারণ কাইন না কিনে তা নিয়ে দ্বিমত থাকলেও এর কার্যক্ষমতা নিয়ে সকল ব্যবহারকারী কিন্তু মোটামুটি একমত। এর ড্র্যাগ এন্ড ড্রপ টেকনিক সহজেই ফাইল ইম্পোর্ট করতে সহায়তা করে। এর তাৎক্ষণিক প্রিভিউ ফিচার অ্যাপটিতে অন্য মাত্রা যোগ করেছে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা গেলেও অ্যাপটি দ্বারা এডিটেড ভিডিয়ো থেকে ওয়াটার মার্ক সরাতে গেলে আপনাকে পয়সা খরচ করে সাবস্ক্রিপশন নিতে হবে।
⦁ ফিল্মোরা গো
টেকনোলজির টেকনিকাল ‘হিজিবিজি’ যদি খুব সহজে আপনার মাথায় না ঢোকে তবে আপনার জন্য সবচেয়ে সেরা অ্যাপ হতে পারে ফিল্মোরা গো। ব্যবহার করতে খুব একটা মাথা খাটাতে হবে না। এর একটি ডেস্কটপ ভার্সনও রয়েছে। ফেসবুক, ইনস্টা থেকেও খুব সহজেই ভিডিয়ো ইম্পোর্ট করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে। রয়েছে প্রচুর এফেক্ট। সবচেয়ে ভাল কথা, এডিটেড ভিডিয়োতে কোনও ওয়াটার মার্কের ঝামেলা নেই।
⦁ ইনশট
যদি আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য ভিডিয়ো অ্যাপের খোঁজ করে থাকেন তবে আপনার অন্যতম পছন্দের হতে পারে ইনশট অ্যাপটি। এর এইচডি ইমেজ কোয়ালিটি আপনার ভিডিয়োতে যোগ করবে নতুন মাত্রা। রয়েছে আকর্ষণীয় ফিল্টার, স্টিকার এবং ফ্রি মিউজিকের সুবিধেও।
তবে আর দেরি কেন? আজই আপনার অ্যান্ডয়েড ফোন থেকে গুগল স্টোরে যান। আর নিখরচায় ব্যবহার করুন এই অ্যাপগুলি।

Next Article