হিরো মোটো কর্প ভারতে লঞ্চ করেছে তাদের নতুন স্কুটি Destini 125 Platinum edition। এই স্কুটির দাম ৭২,০৫০ (এক্স শোরুম দিল্লি)। হিরো ডেস্টিনি ১২৫ প্ল্যাটিনাম মডেল লঞ্চ হয়েছে ম্যাটে ব্ল্যাক কালার অপশনে। যুক্ত হয়েছে বেশ কিছু স্টাইলিং আপডেট। এই স্কুটির বিশেষত্ব হল শিট মেটাল বডি। এছাড়াও রয়েছে নতুন ম্যাটে ব্ল্যাক কালার অপশন এবং ক্রোম থিম।
নতুন কী কী স্টাইলিং ফিচার যুক্ত হয়েছে এই স্কুটিতে?
হিরো ডেস্টিনি ১২৫ প্ল্যাটিনাম এডিশনে রয়েছে ক্রোম মিরর, ক্রোম হ্যান্ডেলবার এন্ড, ক্রোম ফেন্ডার স্ট্রিপ। এছাড়াও রয়েছে premium Platinum badging, chrome muffler protector এবং white rim tape। তবে ম্যাটে ব্ল্যাক কালার অপশন ছাড়াও এই স্কুটিতে রয়েছে ব্রাউন বা মেরুন রঙের আধিক্য। সিটের ক্ষেত্রে কালোর সঙ্গে মেরুন রঙের ফিনিশিং স্কুটির ডিজাইনকে অন্য মাত্রা দিয়েছে। ডুয়াল টোনের এই সিট-ই হিরোর নতুন স্কুটির অন্যতম আকর্ষণীয় ফিচার।
এই স্কুটিতে রয়েছে সিগনেচার এলইডি গাইড ল্যাম্প, প্রিমিয়াম লুকের 3D লোগো। তবে স্কুটির মেকানিক্যাল ফিচারের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আসেনি। এই স্কুটিতে রয়েছে ১২৪.৬ সিসি ইঞ্জিন। এয়ার-কুলড, ৪-স্ট্রোক,ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনই ডেস্টিনি ১২৫ রেঞ্জে ব্যবহার হয়েছে। এই ইঞ্জিন 9bhp (ম্যাক্সিমাম পাওয়ার) এবং 10.4Nm (পিক টর্ক) দেয়।
ডেস্টিনি ১২৫ প্ল্যাটিনাম এডিশনে রয়েছে একটি বিশেষ ফিচার i3S (idle-stop-start system)। সংস্থার দাবি, এই ফিচারের সাহায্যে কমফোর্ট অর্থাৎ আরাম বা স্বাচ্ছন্দ্য এবং ফুয়েল এফিশিয়েন্সি বেড়ে যায়। এছাড়াও রয়েছে ডিজিটাল অ্যানালগ ইন্সট্রুমেন্ট প্যানেল, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এবং সার্ভিস ডিউ রিমাইন্ডার।