ওয়ানপ্লাসের স্মার্টওয়াচে রয়েছে ১১০টি ওয়ার্কআউট মোড, ভারতে এই ফিটনেস ব্যান্ডের দাম কত?

Sohini chakrabarty |

Mar 24, 2021 | 3:24 PM

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচের ব্যাটারি 405mAh। ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে এখানে। ২০ মিনিট চার্জ দিলেই টানা এক সপ্তাহ চলতে পারবে এই স্মার্টওয়াচ। আর ২৪ ঘণ্টা চলার জন্য মাত্র ৫ মিনিট চার্জ দিলেই কাজ হবে।

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচে রয়েছে ১১০টি ওয়ার্কআউট মোড, ভারতে এই ফিটনেস ব্যান্ডের দাম কত?
ফিটনেস ফ্রিকদের জন্য দারুণ সব ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।

Follow Us

নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে ওয়ানপ্লাস। স্মার্টফোনের বাজারে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে এই সংস্থা। এবার স্মার্টওয়াচ বের করেছে ওয়ানপ্লাস। এই ফিটব্যান্ডের দাম ১৪,৯৯৯ টাকা। অত্যাধুনিক ফিচার সম্মত এই ফিটনেস ব্যান্ড লঞ্চের সময় সংস্থার তরফে জানানো হয়েছিল যে দাম হবে ১৬,৯৯৯ টাকা। তবে তারপর টুইট করে ওয়ানপ্লাসের তরফে জানানো হয়েছে যে এই স্মার্টব্যান্ডের দাম ১৪,৯৯৯ টাকা রাখা হয়েছে।

এপ্রিল মাস থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। এসবিআই- এর ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনলে বা ইএমআই অপশন নিলে ক্রেতারা আরও ২ হাজার টাকা ছাড় পাবেন। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চালু থাকবে এই অফার। ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই ফোন কেনা যাবে।

ফিচার-

১। ওয়ানপ্লাসের স্মার্টওয়াচে রয়েছে একটি গোলাকার ডায়াল। ১.৩৯ ইঞ্চির ওই ডিসপ্লেতে থাকছে 2.5D কার্ভড গ্লাস প্রোটেকশন। ওয়ানপ্লাসের এই ওয়ারেবলস- এ ‘সিমলেস কানেকশন’- এর ফিচার থাকছে। স্মার্টফোন এবং ওয়ানপ্লাস টিভি- র সঙ্গে অনায়াসেই কানেক্ট করা যাবে এই স্মার্টওয়াভ। ওয়ানপ্লাস টিভির রিমোট হিসেবেও ব্যবহার করা যাবে এই স্মার্টওয়াচ। এমনকি এই ঘড়ি পড়ে টিভি দেখতে দেখতে আপনি ঘুমিয়ে পড়লে সেটা বুঝতে পারবে এই স্মার্টওয়াচ। এবং ৩০ মিনিটের মধ্যে টিভি বন্ধ হয়ে যাবে।

২। ফিটনেস ফ্রিকদের জন্য দারুণ সব ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। ১১০টি ওয়ার্কআউট মোড রয়েছে এই স্মার্টওয়াচে। SpO2 অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং, স্ট্রেস ডিটেকশন, ব্রিদিং ট্র্যাকার, র‍্যাপিড হার্ট রেট অ্যালার্ট- সহ একাধিক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও ওয়ানপ্লাস হেলথ অ্যাপের সাহায্যে সমস্ত ডেটা ট্র্যাক এবং মনিটর করা যাবে।

৩। জিপিএস এবং ব্লুটুথ অপশনও রয়েছে এই স্মার্টওয়াচে। তাছাড়াও রয়েছে 5ATM ওয়াটার রেসিসট্যান্স এবং IP68 সার্টিফায়েড ফিচার।

৪। ওয়ানপ্লাসের স্মার্টওয়াচের ব্যাটারি 405mAh। ফাস্ট চার্জিং সাপোর্টও থাকছে এখানে। ২০ মিনিট চার্জ দিলেই টানা এক সপ্তাহ চলবে এই স্মার্টওয়াচ। আর ২৪ ঘণ্টা চলার জন্য মাত্র ৫ মিনিট চার্জ দিলেই কাজ হবে।

Next Article