AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LIC WhatsApp Services: LIC-র কত টাকা প্রিমিয়াম বাকি? WhatsApp-এ এক সেকেন্ডে জানতে পারবেন, কীভাবে?

লাইফ ইনসুওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সম্প্রতি তার WhatsApp পরিষেবা লঞ্চ করেছে পলিসিহোল্ডারদের জন্য। প্রিমিয়ামের খুঁটিনাটি তথ্য, ULIP প্ল্যানের স্টেটমেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তাঁরা জানতে পারবেন LIC-র অফিসিয়াল WhatsApp Chatbox থেকে।

LIC WhatsApp Services: LIC-র কত টাকা প্রিমিয়াম বাকি? WhatsApp-এ এক সেকেন্ডে জানতে পারবেন, কীভাবে?
একটা WhatsApp করলেই LIC-র সব তথ্য হাতের মুঠোয়।
| Edited By: | Updated on: Feb 03, 2023 | 9:43 AM
Share

LIC-তে পলিসি রয়েছে? এখনও পর্যন্ত কত টাকা জমালেন, প্রিমিয়াম কত টাকার বাকি আছে, পলিসির স্টেটাস কী, এই সব কিছু জানতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয় আপনাকে? না, এবার আর এত ঝক্কি পোহাতে হবে না আপনাকে। লাইফ ইনসুওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সম্প্রতি তার WhatsApp পরিষেবা লঞ্চ করেছে পলিসিহোল্ডারদের জন্য। এই পরিষেবার সুবিধা তাঁরাই পাবেন, যাঁরা তাঁদের পলিসি রেজিস্টার করিয়েছেন LIC অনলাইন পোর্টাল থেকে। এখানে পলিসিহোল্ডাররা একাধিক সুবিধা পেয়ে যাবেন। যেমন, প্রিমিয়ামের খুঁটিনাটি তথ্য, ULIP প্ল্যানের স্টেটমেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তাঁরা জানতে পারবেন LIC-র অফিসিয়াল WhatsApp Chatbox থেকে।

একটি বিবৃতির মাধ্যমে LIC-র তরফে জানানো হয়েছিল যে, যে সব পলিসিহোল্ডাররা অনলাইনে তাঁদের পলিসি রেজিস্টার করেননি, তাঁরা দ্রুত তা করিয়ে নিলেই WhatsApp থেকে তাঁদের LIC পলিসি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন। LIC-র কাস্টমার পোর্টাল www.licindia.in-এ গেলেই পলিসিহোল্ডাররা রেজিস্টার করতে পারবেন। অনলাইন পোর্টালে রেজিস্টার করা হয়ে গেলে LIC WhatsApp পরিষেবার সাহায্য কীভাবে নেবেন, তার পদ্ধতিগুলি ধাপে-ধাপে দেখে নিন।

LIC WhatsApp পরিষেবা: কীভাবে ব্যবহার করবেন?

1) প্রথমে আপনার ফোনে LIC-র WhatsApp নম্বরটি সেভ করে নিন— 8976862090।

2) এবার আপনার WhatsApp খুলুন এবং সার্চ করে LIC Of India WhatsApp চ্যাট বক্সটি ওপেন করুন।

3) এবার চ্যাট বক্সে গিয়ে ‘Hi’ লিখে পাঠান।

4) LIC চ্যাটবট আপনাকে 11টা অপশন পাঠাবে, সেখান থেকেই বেছে নিতে হবে।

5) অপশন নম্বরগুলি থেকে আপনি যে পরিষেবা চাইছেন, সেটা বেছে নিন। যেমন, 1 নম্বরে প্রিমিয়াম ডেট, 2 নম্বরে বোনাস ইনফর্মেশন ইত্যাদি।

6) আপনাকে ওই WhatsApp চ্যাটেই যাবতীয় তথ্য পাঠিয়ে দেবে LIC।

LIC WhatsApp পরিষেবা: কী-কী পরিষেবা পাবেন?

1) কত টাকা প্রিমিয়াম বাকি

2) বোনাস তথ্য

3) পলিসি স্টেটাস

4) লোন এলিজিবিলিটি কোটেশন

5) লোন রিপেমেন্ট কোটেশন

6) লোন ইন্টারেস্ট ডিউ

7) প্রিমিয়াম পেইড সার্টিফিকেট

8) ULIP- স্টেটমেন্ট অফ ইউনিট

9) LIC সার্ভিস লিঙ্ক

10) Opt in/Opt Out সার্ভিস

11) এন্ড দ্য কনভার্সেশন

LIC অনলাইন পোর্টালে পলিসি রেজিস্টার করবেন কীভাবে?

1) প্রথমেই চলে যান www.licindia.in ওয়েবসাইটে।

2) তারপরে ক্লিক করে খুলুন ‘কাস্টমার পোর্টাল’ অপশনটি।

3) আপনি যদি ‘New User’ হন, তাহলে সেখানে ক্লিক করুন এবং সমস্ত তথ্য দিয়ে দিন।

4) আপনার ইউজার ID এবং Password দিয়ে সব তথ্য সাবমিট করুন।

5) এবার অনলাইন পোর্টালে লগইন করুন আপনার ইউজার ID দিয়ে।

6) Basic Services অপশন থেকে ক্লিক করুন Add Policy-তে।

7) আপনার পলিসির সব তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করুন।