বাচ্চাদের থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন অ্যাপেলের ডিভাইস? মেনে চলুন এই পাঁচটি নিয়ম

Dec 30, 2020 | 10:32 AM

বাড়ির বাচ্চাদের থেকে নিজের অ্যাপেল ডিভাইস কীভাবে সুরক্ষিত রাখবেন সেই প্রসঙ্গে রইল কিছু সহজ টিপস।

বাচ্চাদের থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন অ্যাপেলের ডিভাইস? মেনে চলুন এই পাঁচটি নিয়ম
আপনার বাচ্চার গেম খেলার মারাত্মক নেশা থাকলে চেষ্টা করবেন অ্যাপেলের ফোন বা আইপ্যাড হাতে না দেওয়ার।

Follow Us

চলতি বছর ডিসেম্বর মাসে ছয় বছরের একটি বাচ্চা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ কিনতে গিয়েছে ১১.৮ লক্ষ টাকা খরচ করেছিল। মায়ের আই-প্যাড নিয়ে গেম খেলছিল সে। সেই সময়েই বিভিন্ন পপ আপ অপশন আসায় এদিক-ওদিক ক্লিক করে একগাদা টাকা খরচ করে ফেলেছিল ওই বাচ্চা ছেলেটি। এমন ঘটনা এর আগেও হয়েছে। তাই বাড়ির বাচ্চাদের থেকে নিজের অ্যাপেল ডিভাইস কীভাবে সুরক্ষিত রাখবেন সেই প্রসঙ্গে রইল কিছু সহজ টিপস।

১। পাসকোড সেট করুন- চার বা ছয় ডিজিটের পাসকোড দিয়ে আপনার ফোন বা অন্যান্য অ্যাপেল ডিভাইস লক করে রাখুন। ফেস আইডি আনলক অপশনও বেছে নিতে পারেন। এর ফলে আপনার বেখেয়ালে বাড়ির বাচ্চাদের হাতে ফোন থাকলেও তারা লক খুলতে পারবে না।

২। অ্যাপেলের বিভিন্ন অ্যাপে ‘রেস্ট্রিকশন’ ফিচার থাকে। এইসব ফিচার এনাবেল করে দিলেই ওই অ্যাপগুলি সুরক্ষিত হয়ে যাবে। অর্থাৎ যে কেউ অ্যাকসেস করতে পারবেন না। এছাড়াও ফোনের প্রাইভেসি সেটিংস চেঞ্জ করেও ফোন সুরক্ষিত রাখা যায়।

৩। অ্যাপেলের ফোনে অ্যাপ স্টোরের সেটিংসয়ে গিয়ে অ্যাপ কেনার অপশন বন্ধ বা রেস্ট্রিক্ট করে দিতে পারেন। অ্যাপ স্টোরের অটো ডাউনলোড অপশনও বন্ধ করতে পারেন। এছাড়া ফোনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করার জন্য কোনও ডিটেলস (কার্ড বা ক্রেডিট কার্ড) সেভ করে রাখবেন না।

৪। অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দিন। টাইমার সেট করা থাকলে একটা সময় পর ফোন আপনাআপনি লক হয়ে যাবে। যেকোনও অ্যাডাল্ট ওয়েবসাইটের অ্যাকসেস ফোনে রাখবেন না।

৫। আপনার বাচ্চার গেম খেলার মারাত্মক নেশা থাকলে চেষ্টা করবেন অ্যাপেলের ফোন বা আইপ্যাড হাতে না দেওয়ার। সেই সঙ্গে অবশ্যই ফোনে সব ধরণের গেম ডাউনলোডের অপশন রেস্ট্রিক্ট করে রাখুন।

Next Article