টেলিগ্রামে নতুন? কীভাবে করবেন ভয়েস-ভিডিয়ো কল, জেনে নিন পদ্ধতি

ইউজারদের জন্য রইল সহজ কয়েকটি টিপস।

টেলিগ্রামে নতুন? কীভাবে করবেন ভয়েস-ভিডিয়ো কল, জেনে নিন পদ্ধতি
কী কী করবেন, জেনে নিন
Follow Us:
| Updated on: Jan 21, 2021 | 10:42 AM

হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসছে জানার পর সিগন্যাল অ্যাপের পাশাপাশি অনেক ইউজারই অ্যাকাউন্ট খুলেছিলেন টেলিগ্রামে। কেউবা পুরনো অ্যাকাউন্টে সক্রিয় হয়ে উঠেছিলেন। মাস খানেক আগেই ভয়েস এবং ভিডিয়ো কলের পরিষেবা যুক্ত করেছেন টেলিগ্রাম কর্তৃপক্ষ। তবে গ্রুপ ভিডিয়ো কলের সুবিধা এখনও চালু হয়নি। তবে খুব তাড়াতাড়ি এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে সংস্থা।

এদিকে হোয়াটসঅ্যাপ নিয়ে ডামাডোলের সময় টেলিগ্রামের দিকে ঝুঁকেছেন অনেক ইউজারই। যাঁরা আগে থেকেই টেলিগ্রামে রয়েছেন তাঁরা জানেন অ্যাপের খুঁটিনাটি। কিন্তু যাঁরা সদ্য যোগ দিয়েছেন তাঁরা খুব একটা সড়গড় হয়ে উঠতে পারেননি এখনও। তাই ইউজারদের জন্য রইল সহজ কয়েকটি টিপস। এগুলো মেনে চললেই সহজে ভিডিয়ো বা ভয়েস কল করতে পারবেন ইউজাররা।

টেলিগ্রামে কীভাবে ভিডিয়ো বা ভয়েস কল করবেন?

স্টেপ ১- প্রথমে আপনার স্মার্টফোনে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করুন। এরপর অ্যাকাউন্ট খুলে নিন। তারপর সেই বন্ধুর প্রোফাইলে যান যাঁকে আপনি ভয়েস বা ভিডিয়ো কল করতে চান।

স্টেপ ২- এবার ওই নির্দিষ্ট প্রোফাইলে আপনি মোবাইল নম্বরের পাশাপাশি একটি ভিডিয়ো বা কল বাটন খুঁজে পাবেন। মূলত স্ক্রিনের উপরের দিকে এই অপশন থাকবে।

স্টেপ ৩- এবার ফোন করতে হলে কল বাটন ট্যাপ করলেই হবে। কল আইকনে ট্যাপ করলেই একজন ইউজার তাঁর পছন্দের ব্যক্তিকে ফোন করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের মতো টেলিগ্রামেও রয়েছে ডেস্কটপ বা ওয়েব ভারসান। সেখানেই করা যাবে ফোন।

জেনে নিন পদ্ধতি-

১। ফোনের টেলিগ্রাম অ্যাপ খুলে সেই ইউজারের চ্যাটবক্সে যান যাঁকে আপনি কল করতে ইচ্ছুক।

২। চ্যাটভক্স খুললেই স্ক্রিনের উপরের দিকে কল অপশন বা আইকন দেখা যাবে।

৩। ওই কল বাটনে ট্যাপ বা ক্লিক করলেই ফোন বা ভয়েস কল করা যাবে।

৪। ভিডিয়ো কল করতে চাইলে ফ্রন্ট ক্যামেরা অন করার পর ওই নির্দিষ্ট ব্যক্তিকে ফোন করতে হবে। এক্ষেত্রে স্টার্ট ভিডিয়ো অপশনে ক্লিক করতে হবে।