Google-এর তরফ থেকে বারবার বলা হয়েছে যে, অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যারের বিরুদ্ধে লড়াই করতে যতদূর যা করার, তারা সবকিছুই করছে। কিন্তু সাম্প্রতিকতম একটি রিপোর্ট যেন গুগলের এহেন দাবি সম্পূর্ণ রূপে নস্যাৎ করেছে। ক্যাসপার্সকির একটি রিপোর্টে বলা হয়েছে, 2023 সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে 600 মিলিয়ন বা 60 কোটিরও বেশি ক্ষতিকারক অ্যাপ ডাউনলোড করেছেন। অ্যান্ড্রয়েডের মতো একটি প্ল্যাটফর্মের জন্য বিষয়টি সত্যিই বিপজ্জনক। তার কারণ বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন।
গুগল জানিয়েছে, ম্যালওয়্যার হানা থেকে গ্রাহকদের রক্ষা করা তাদের মূল লক্ষ্য। তার জন্য Play Protect নামক একটি নতুন বৈশিষ্ট্যও যোগ করা হয়েছে। এই ফিচারটিই বিপজ্জনক অ্যাপগুলি থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে পারে। তবে ক্যাসপার্সকির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দূষিত অ্যাপগুলির মোকাবিলা করার এই চ্যালেঞ্জ কখনও গুগলের জন্যও কঠিন হয়ে যাচ্ছে।
ক্যাসপার্সকি আরও উল্লেখ করেছে, এই অ্যাপগুলির বেশিরভাগই চুপিসাড়ে স্ক্যানিংয়ের জন্য প্লে স্টোরে প্রবেশ করে। পরবর্তী আপডেটগুলি আসার সঙ্গে সঙ্গেই অ্যাপগুলি ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত হয়। সেখান থেকেই বিপজ্জনক পরিস্থিতির সূত্রপাত। ম্যালওয়্যার সংক্রামিত সেই অ্যাপগুলিই স্মার্টফোন ব্যবহারকারীর যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে।
ক্যাসপার্সকি বলছে, অ্যান্ড্রয়েডের এই ম্যালওয়্যার সমস্যা নতুন কিছু নয়। এর আগেও iRecorder-এর মতো অ্যাপ আক্রমণকারীদের দক্ষতার নিদর্শন দেখিয়েছে। সেই সময়ই দেখা গিয়েছিল, গুগলের অ্যাপ স্টোর সিকিওরিটি স্ক্যানগুলি বাইপাস করতে পারে এই অ্যাপটি। স্লিমিং ফটো এডিটর, ফটো ইফেক্ট এডিটর এবং GIF ক্যামেরা এডিটর প্রো-এর মতো অ্যাপগুলিও আক্রমণকারীদের দেখায় যে, আজকাল ব্যবহারকারীরা তাঁদের ফোনে কী ব্যবহার করেন এবং কী ব্যবহার করতে পছন্দ করেন। ব্যবহারকারীদের সেই পছন্দকে কাজে লাগিয়েই তাঁদের স্মার্টফোন ম্যালওয়্যার দিয়ে সংক্রামিত করে প্রতারকরা।
Android-এ ম্যালিশিয়াস অ্যাপের ডাউনলোড হওয়া রুখবেন কীভাবে
1) পাবলিশার অ্যাপ চেক করুন। সেই অ্যাপ যদি নামজাদা কোনও কোম্পানি ডেভেলপ না করে, তাহলে সেই অ্যাপটি ইনস্টল করা থেকে বিরত থাকুন।
2) অ্যাপ লিস্টে স্ক্রোল ডাউন করুন। বিভিন্ন ইউজাররা যে সব কমেন্ট করেছেন, সেগুলি মন দিয়ে পড়ুন। রেটিংয়ে প্রভাবিত হবেন না। আসলে নেগেটিভ কমেন্টগুলিই অ্যাপের বাস্তব ছবিটা আপনার সামনে তুলে ধরবে।
3) ব্যবহারকারীরা যদি বলেন, এই অ্যাপ তাঁদের ফোনের ব্যাটারি শেষ করে দিচ্ছে, তাহলে অ্যাপগুলিকে ডাউনলোড করবেন না।