Aadhaar Card প্রত্যেক ভারতীয়ের জীবনে অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট। আজকের দিনে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের ব্যবহারও সর্বক্ষেত্রে। আধারের মধ্যে থাকে নাম থেকে শুরু করে জন্মতারিখ, বায়োমেট্রিক ডেটার মতো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। এখন কোনও কারণবশত যদি আপনার Aadhaar Card হারিয়ে যায়, তাহলে মহাবিপদে পড়তে হতে পারে। কিন্তু সেই কার্ড পুনরুদ্ধার করতে বা তার একটি ডুপ্লিকেট কার্ড পেতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটাও খুব জরুরি। অনলাইনে আপনার আধার কার্ড পুনরুদ্ধার করতে কী-কী পদক্ষেপ নেবেন, সেগুলি একবার জেনে নিন।
অনলাইনে আধার কার্ড পুনরুদ্ধারে কী-কী করণীয়?
UIDAI সেল্ফ সার্ভিস পোর্টাল হল একটি অনলাইন প্ল্যাটফর্ম। এখান থেকেই আপনি আধার নম্বর পুনরুদ্ধার করতে পারেন এবং পরবর্তীতে আধার কার্ডের একটি কপি ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য আপনাকে নাম, জন্মতারিখ, 12 ডিজিটের একটি এনরোলমেন্ট নম্বর দিতে হবে, যা আপনার আধার কার্ডেই প্রিন্টেড রয়েছে। UIDAI সেল্ফ সার্ভিস পোর্টাল থেকে এই কাজটি কীভাবে করবেন, জেনে নিন।
1) প্রথমে আপনাকে চলে যেতে হবে UIDAI সেল্ফ সার্ভিস পোর্টালে। সেখানে গিয়ে ক্লিক করুন ‘Retrieve Lost or Forgotten UID/EID’ বাটনে।
2) সেখানে আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর যে কোনও একটিতে ক্লিক করুন।
3) আপনার পুরো নাম, রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নম্বরও দিয়ে দিন।
4) সিকিওরিটি কোড দিয়ে দিন, যা আপনার স্ক্রিনেই দেখানো হচ্ছে। তারপরে ক্লিক করুন ‘Get One Time Password’ বাটনে।
5) আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডিতে যে OTP এসেছে, সেটিও দিয়ে দিন।
6) OTP একবার ভেরিফাই হয়ে গেলেই মোবাইল নম্বর বা ইমেল আইডিতে আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বরটি পেয়ে যাবেন।
7) এবার UIDAI সেল্ফ সার্ভিস পোর্টালে চলে যান এবং ‘Download Aadhaar’ বাটনে ক্লিক করুন।
8) আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট নম্বর, নাম, পিন কোড এবং ক্যাপচা কোড দিয়ে দিন।
9) ‘Get One Time Password’ বাটনে ক্লিক করুন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেল অ্যাড্রেসে যে OTP এসেছে সেটি দিয়ে দিন।
10) OTP ভেরিফাই হয়ে গেলে আধার কার্ডের একটা কপি ডাউনলোড করে নিন।