AC Water Uses: AC-র জল পান করা যায়, সত্যি নাকি? আজই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 03, 2023 | 8:15 AM

Is it safe to drink AC water: জানলে অবাক হবেন, AC-র জল খুবই উপকারী। গাছে জল দেওয়ার কাজে সবথেকে বেশি পরিমাণে কাজে লাগতে পারে এয়ার কন্ডিশনারের জল। কিন্তু তা বলে কি এয়ার কন্ডিশনারের জল পান করা যেতে পারে?

AC Water Uses: AC-র জল পান করা যায়, সত্যি নাকি? আজই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন
গাছে দেওয়া যায় বলে কি এসির জল পানও করা যায়?

Follow Us

AC চালানোর সময় আমরা তার মোড এবং তাপমাত্রার বিশেষ যত্ন নিই, যাতে তা থেকে শীতল বাতাস আমাদের ঘরটাকে দ্রুত ঠান্ডা করতে পারে। কিন্তু সেই Air Conditioner থেকে যে পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে, তা যে আমাদের অনেক কাজে লাগতে পারে, সে কথা হয় তো আমরা ভেবেও দেখি না। জানলে অবাক হবেন, AC-র জল খুবই উপকারী। গাছে জল দেওয়ার কাজে সবথেকে বেশি পরিমাণে কাজে লাগতে পারে এয়ার কন্ডিশনারের জল। এসির জল কিছুটা ডিস্টিলড্ ওয়াটারের মতো, যার TDS শূন্যের কাছাকাছি। একাধিক পরীক্ষায় দেখা গিয়েছে, এসির কনডেনসেট জলের TDS ভ্যালু 40 থেকে 80-র মধ্যেই থাকে। এসির পরিস্থিতি কীরকম এবং পরিবেশ দূষণের উপরে নির্ভর করে এই ভ্যালু বাড়তে পারে। আবার যদি AC পরিষ্কার থাকে এবং নিয়মিত সার্ভিসিং করা হয়, তাহলে তার টিডিএস অনেকটাই কম হয়।

AC-র জল কোথায় ব্যবহার করবেন, কোথায় না?

1) এসির জল একাধিক কাজে লাগানো যেতে পারে। যে কোনও আউটডোর প্ল্যান্টে এই জল আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আবার ইন্ডোর প্ল্যান্টে এসির জল দেওয়ার সময় সামান্য পানীয় জল মিশিয়ে নিলে ভাল হয়।

2) সাধারণত সেচের কাজে এমন জল ব্যবহার করা উচিত নয়, যা অ্যাসিটিক নয়। পিএইচস্কেলে নিউট্রাল হলেই তবে সেই জল সেচের কাজে লাগাতে পারেন। আপনার বাড়ি যদি শিল্প এলাকায় হয় বা বাড়ির কাছে যদি বড় ড্রেন থাকে, তাহলে এসির জল সামান্য অ্যাসিটিক হতে পারে। আর সেই জল সেচের কাজে ব্যবহার করা কখনই ঠিক হবে না।

AC-র জল ব্যবহার করলে গাছপালা শুকিয়ে যেতে পারে?

অনেক সময় এই প্রশ্ন ওঠে যে, এসির জল ব্যবহার করলে গাছপালা কি শুকিয়ে যেতে পারে? না, কখনই তা হয় না। AC-র জলে খনিজ পদার্থের পরিমাণ নেহাতই কম থাকে। যদিও তা গাছে ঢালা হলে মাটি থেকে খনিজ পদার্থ শোষণ করতে পারে। তাই, এসির জল কিছুক্ষণ বালতিতে ঢেলে স্বাভাবিক করে নিন। তারপরই গাছে ব্যবহার করুন।

AC-র জল পান করা কি ঠিক হবে?

অনেকে এই প্রশ্নও করে থাকেন যে, এয়ার কন্ডিশনারের জল পান করা ঠিক হবে কি না? উত্তরটা হল, এসির জল কখনই পান করা উচিত নয়। এয়ার কন্ডিশনার ওয়াটার বা কনডেনসেট ওয়াটার হল এমনই জল যা শীতল প্রক্রিয়া চলাকালীন একটি এয়ার কন্ডিশনারের বাষ্পীভবন কয়েল থেকে সংগ্রহ করে। এই জল মোটেই পরিশুদ্ধ নয়, তাই পানের অযোগ্য।

Next Article