Amazon-Flipkart-এর ফেস্টিভাল সেলে শপিং করতে গেলে সাবধান, এভাবে ফাঁদ পেতেছে স্ক্যামাররা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 05, 2023 | 10:34 AM

Online Shopping Scam: স্ক্যামাররা বিভিন্ন লিঙ্ক তৈরি করে কম দামে জিনিস বিক্রি শুরু করে। আর যেই আপনি সেই সব লিঙ্কে ক্লিক করে শপিং করার চেষ্টা করবেন, সেই আপনার উপর নেমে আসবে বিরাট বিপদ। সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

Amazon-Flipkart-এর ফেস্টিভাল সেলে শপিং করতে গেলে সাবধান, এভাবে ফাঁদ পেতেছে স্ক্যামাররা

Follow Us

ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন-ফ্লিপকার্টে বিরাট সেল আসতে চলেছে। এই সেলে বিরাট দামের জিনিসগুলো অনেক কম দামে কিনে নিতে পারবেন। তবে এই সব সেল আসা মাত্রই বিভিন্ন দিকে জালিয়াতি শুরু হয়ে যায়। আপনিও যেমন এই সব সেলের অপেক্ষা করেন, তেমন স্ক্যামাররাও এই সব সেলের অপেক্ষায় বসে থাকে। তার একমাত্র কারণ হল কম দাম। স্ক্যামাররা বিভিন্ন লিঙ্ক তৈরি করে কম দামে জিনিস বিক্রি শুরু করে। আর যেই আপনি সেই সব লিঙ্কে ক্লিক করে শপিং করার চেষ্টা করবেন, সেই আপনার উপর নেমে আসবে বিরাট বিপদ। সঙ্গে সঙ্গে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনলাইন শপিংয়ের সময় আপনার সঙ্গে যাতে কোনও রকম বিপদ না ঘটে, তার জন্য কিছু বিষয় মেনে চলা অত্যন্ত প্রয়োজন।

প্রতারণা এড়াতে এই বিষয়গুলো মাথায় রাখুন:

  1. যে কোনও রকম জালিয়াতি এড়াতে, না দেখে কিছু অর্ডার করবেন না। অর্থাৎ অর্ডার করার আগে, সব কিছু ভাল করে দেখে নিন। এছাড়াও, অফারটিকে আগে ভাল করে বুঝে নিন।
  2. কোন কিছু অর্ডার করার আগে, তার শর্তাবলী পড়ুন। মনে রাখবেন যে আপনি যে জিনিসটি কিনছেন তার আসল দাম এবং অফারের দামের মধ্যে পার্থক্য কতটা।
  3. আপনি যেখান থেকে অর্ডার করছেন সেই সাইটটির সম্পর্কে জানুন, রিভিউ পড়ুন। যাতে আপনি একটি কেলেঙ্কারীর শিকার না হন।
  4. পেমেন্ট করার সময় সতর্ক থাকুন। প্রয়োজনে Cash On Delivery দেখে অর্ডার করুন। সে 300 টাকা হোক বা 50,000 টাকা, সবেতেই নজর রাখুন।ক্যাশ-অন-ডেলিভারির সময়, ডেলিভারি করা ব্যক্তিকে আপনার পেমেন্ট করার সময় আপনার ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না৷
  5. Amazon হোক বা Flipkart, কোনও কোম্পানিই তার জিনিস অন্য কোনও সাইটের মাধ্যমে বিক্রি করে না। তাদের নিজস্ব অফিসিয়াল সাইট থেকেই কিনুন। প্রয়োজনে সেই সব কোম্পানির অ্যাপ নামিয়ে নিন।
  6. এছাড়াও অর্ডার করার সময় যদি কোনও লিঙ্ক আসে আপনার কাছে, আর সেটিকে ক্লিক করতে বলা হয়। তাহলে একেবারেই সেই ফাঁদে পা দেবেন না।

 

Next Article