Exhaust Fan Easy Cleaning Tips: বাড়ির রান্নাঘরটা একেবারে ঝকঝকে রাখতে কে-ই না চায়। আর রান্নাঘরে অনেকেই এক্সজস্ট ফ্যান ব্যবহার করেন। এতে গুমোট গন্ধ বাইরে বেরিয়ে যায়। এমনকি তেলচিটে ভাবও কোথায় হতে দেয় না। কিন্তু রান্নাঘরটিকে তো একেবারে ঝকঝকে রেখেছেন, অথচ দীর্ঘদিন এক্সজস্ট ফ্যানটির দিকে নজর দেন না। এতে কিছুদিন পরে সেটি আর ঠিকভাবে কাজও করতে চায় না। শুধু তাই নয়, তার উপর গ্রীস এবং ময়লার একটি পুরু স্তর পড়ে যায়। যার কারণে শুধুমাত্র এক্সজস্ট ফ্যানটি চলতে সমস্যা হয় না, এটি ক্ষতিগ্রস্থও হতে পারে। অনেক সময় ধুলোর কণা ভিতরে পড়ে যায়, যার কারণে তাতে কিছু সমস্যাও হতে পারে। বেশির ভাগ মানুষই অনেক বছর ধরে তা পরিষ্কার করে না, ফলে এর গায়ে ময়লা পড়তে থাকে আর অবশেষে তা খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত এই ফ্যানটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যা বদলাতে হয়। তাই এক্সজস্ট ফ্যানটি সময়ে সময়ে পরিষ্কার করুন। আপনার মনে হতে পারে, এটি পরিষ্কার করা খুব কঠিন কাজ। তবে একেবারেই তা নয়। চলুন জেনে নেওয়া যাক আপনি সহজেই কীভাবে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করবেন।