Credit Card Mistakes: নতুন ক্রেডিট কার্ড? এই এক কাজে ভয়ানক বিপদ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 08, 2023 | 2:31 PM

Credit Card Tips: ক্রেডিট কার্ড পাওয়ার পরে, মানুষ এমন কিছু ভুল করে, যার জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনি সব কিছু জেনে যাবেন। আবার যদি আপনার কার্ড থাকে, সেটিকে কীভাবে ব্যবহার করবেন, তাও জেনে যাবেন।

Credit Card Mistakes: নতুন ক্রেডিট কার্ড? এই এক কাজে ভয়ানক বিপদ

Follow Us

সরকারি ব্যাঙ্ক হোক বা বেসরকারি, ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ফোন অনেকের কাছেই আসে। অনেক ব্যক্তি বুঝেই উঠতে পারেন না, এই কার্ডের আসল কাজ কী? ফলে নেবেন কি নেবেন না, তা ভাবতে ভাবতেই অনেক সময় কাটিয়ে দেন। আবার আজকাল অনেকেই এই ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন জিনিস কিনে ফেলেন। কিন্তু কার্ড ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা আপনার জানা উচিত। ক্রেডিট কার্ড পাওয়ার পরে, মানুষ এমন কিছু ভুল করে, যার জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তাই আপনাকে এমন কিছু টিপস জানানো হবে, যাতে ক্রেডিট কার্ড নেওয়ার আগে আপনি সব কিছু জেনে যাবেন। আবার যদি আপনার কার্ড থাকে, সেটিকে কীভাবে ব্যবহার করবেন, তাও জেনে যাবেন।

আপনি যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট করার জন্য অটো কাট পেমেন্ট অপশন (auto cut payment option) চালু না রাখেন, তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে। কারণ অনেকেই পেমেন্টের সঠিক তারিখ মনে করতে পারেন না, ফলে বিভিন্ন সমস্যা হয়। তবে এই অপশন চালু থাকলে নির্ধারিত তারিখে ব্যাঙ্ক থেকে আপনার টাকা কেটে নেওয়া হবে। এই অপশনটির আরও একটি সুবিধা হল অনেক সময় ক্রেডিট কার্ড স্টেটমেন্টও ঠিকমতো চেক করা হয় না এবং বিল জেনারেট হওয়ার পর পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, কিন্তু এই অভ্যাসটা থাকলে আজই পাল্টে নিন।

স্টেটমেন্ট চেক করুন-

বিল জেনারেট হওয়ার পর, অবশ্যই স্টেটমেন্ট চেক করুন। আপনার ক্রেডিট কার্ড থেকে যে টাকাটা কেটে নেওয়ার কথা, তার থেকে বেশি কাটা কাটলে সেই ব্যাঙ্কের কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করুন। অতিরিক্ত যত টাকা চার্জ করা হয়েছে, তা সরিয়ে নিন এবং তারপর পেমেন্ট করুন। কারণ একবার পেমেন্ট হয়ে গেলে টাকা ফেরত পাওয়ার কোনও নিশ্চয়তা থাকে না।

ব্যাঙ্কের সার্ভারে আপডেট হয়েছে কি না দেখুন-

অনেক সময় এমন হয় যে বিল জেনারেট হওয়ার পরে, আপনি পেমেন্ট করেছেন কিন্তু তা ব্যাঙ্কের সার্ভারে আপডেট করা হয়নি। যার কারণে আপনাকে আগের টাকাই দেখানো হচ্ছে, তাই এমন পরিস্থিতিতে চিন্তা করবেন না। যদি ব্যাঙ্কের সার্ভারে পেমেন্ট আপডেট না করা হয়, তাহলে ভুলেও দ্বিতীয়বার পেমেন্ট করবেন না। প্রয়োজনে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

কার্ডের সিকিউরিটি চেক করে নিন-

ভুলেও আপনার ক্রেডিট কার্ডের কোনও তথ্য অচেনা মানুষকে দেবেন না। এতে কার্ডের অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি কোনও অচেনা নম্বর থেকে ফোন আসে, তাতে ক্রেডিট কার্ড সম্পর্কে কেউ জানতে চায়, তাহলে সতর্ক হয়ে যান। কোনও তথ্য দেবেন না। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে সিকিউরিটি চেক করে নিন।

Next Article