সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই সব। এটা ছাড়া গোটা একটা দিন কাটানো মুশকিল অনেকের কাছেই। সব সময় হাতে থাকার কারণে অনেক সময় তা জলে পড়ে যায়। আর যদি আপনার সঙ্গেও কোনও দিন এই ধরনের বিপদ হয়। তাহলে সঙ্গে সঙ্গে এমন কিছু কাজ করবেন, যাতে ফোনটি একদম আগের মতোই ঠিক থাকে। অনেক সময় এমন হয় যে ছোট্ট ভুলের কারণে স্মার্টফোন বা ট্যাবলেট জলে পড়ে যায় এবং তা খারাপ হয়ে যাবে, এমনটাই ধরে নেওয়া হয়। তবে আপনাকে এমন কিছু টিপস দেওয়া হবে, যা আপনি আগে থেকেই মাথায় রাখতে পারেন।
ফোন বন্ধ করুন:
ফোন বা ট্যাবলেট যদি জলে পড়ে যায়, তাহলে প্রথমেই আপনাকে এটি বন্ধ করতে হবে। এটি করা গুরুত্বপূর্ণ কারণ ডিভাইসটি চালু থাকা অবস্থায় যদি জল তাতে ঢুকতে শুরু করে, তাহলে শর্ট সার্কিটের সম্ভাবনা বেড়ে যায়।
কভার খুলে দিন:
ফোনে যদি কভার লাগানো থাকে, তাহলে প্রথমেই ওটা খুলে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। আর তাছাড়া যদি ফোনে হেডফোন লাগানো থাকে, তাহলে তা খুলে ভাল করে জলটা বের করে ফেলার চেষ্টা করুন। এছাড়াও যদি ডিভাইসের ব্যাটারি আলাদা করা যায় তবে অবশ্যই আলাদা করুন।
নরম কাপড় দিয়ে শুকানোর চেষ্টা করুন:
এমন পরিস্থিতিতে, বেশিরভাগ লোকই ফোনটিকে দ্রুত শুকানোর জন্য যে কোনও কাপড় দিয়ে পরিষ্কার করা শুরু করে। এতে ফোনের ক্ষতিও হতে পারে। তাই ভুল করেও এটি করবেন না। খুব নরম একটি কাপড় নিয়ে ফোনটিকে মুছে ফেলুন। প্রয়োজনে আপনি কটন বাডও ব্যবহার করতে পারেন। ফোনের জ্যাক মোছার জন্য কটন বাড একদম আদর্শ।
চালে চাপা দিয়ে রাখুন:
এই সব কিছু করার পরে ফোনটিকে চালের বালতিতে চাপা দিয়ে রেখে দিন। ফোনের উপরেও চাল চাপা দিয়ে দেবেন। এতে ফোনের ভিতরে যত আদ্রতা থাকবে, তা চাল টেনে নেবে। এভাবে একটা গোটা রাত রাখুন। তারপরে তা থেকে বের করে নিন।