প্রতিদিন ফোনে ভুরিভুরি স্প্যাম কল আসছে? আর তা থেকে কীভাবে রেহাই পাবেন, তা কিছুতেই বুঝতে পারছেন না। সেই সব কলের মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড, আবার কখনও স্বাস্থ্য বীমা। দরকারী কোনও কাজের মাঝে এমন ফোন এলে, ফোন বিরক্তি প্রকাশ করা ছাড়া আর কোনও উপায় থাকে না। যদিও অন্য একটি উপায় রয়েছে। তা হল ব্লক করা। কিন্তু সারাদিনে কতগুলো নম্বর ব্লক করবেন বলুন তো? তবে আপনি চাইলে সহজেই এই স্প্যাম কল থেকে মুক্তি পেতে পারেন। আর তার জন্য আপনাকে এমন কিছু কৌশল জানানো হবে, যাতে আপনার ফোনে আর কোনও স্প্যাম কল আসবে না।
1. কলার আইডি এবং স্প্যাম সিকিওরিটি অ্যাপ অন করুন:
অ্যান্ড্রয়েড:
ফোনে Caller ID and Spam Protection অ্যাপ খুলুন। এবার “More options”-এর যান। তারপরে “Settings”-এ ক্লিক করুন। এবার “Spam & calls screen” অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। “Caller ID and Spam Protection” চালু করুন। “Filter spam calls”-এ ক্লিক করুন।
iPhone:
“Settings”-এ যান। তারপরে “Phone” অপশনে ক্লিক করুন। “Call silencing & blocking” সিলেক্ট করুন। “Silence unknown callers” অন করে দিন।
2. তৃতীয় পক্ষের অ্যাপ:
Truecaller, CallApp, Hiya এর মত অ্যাপ স্প্যাম কল শনাক্ত করতে এবং ব্লক করতে সাহায্য করে। ফলে ফোনে এই সব অ্যাপ ইনস্টল করে রাখতে পারেন।
3. ম্যানুয়াল ব্লকিং:
স্প্যাম কল নম্বরটি ম্যানুয়ালি ব্লক করুন। যদিও এতে তেমন কোনও কাজ হয় না। কিন্তু সেই নির্দিষ্ট নম্বর থেকে আপনার কাছে আর ফোন আসবে না।
4. DND মোড:
রাতে বা দরকারের সময় DND মোড চালু করুন। এতেও আপনার কাছে কোনও স্প্যাম কল আসবে না। তবে সব ফোনে আবার এই মোড থাকে না। আপনার ফোনে এমন কোনও ফিচার আছে কি না, তা আপনি সেটিংসয়েই দেখে নিতে পারবেন।