আজকাল পেমেন্ট অ্যাপ Google Pay ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। যে কোনও জায়গায় পেমেন্ট করার সময় টুক করে পকেট থেকে ফোনটা বের করে কয়েক সেকেন্ডে পেমেন্ট করে দেন। যে কোনও স্ক্যানারে স্ক্যানও করে ফেলেন। নিশ্চয়ই Google Pay-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে লিঙ্ক করে রেখেছেন? ব্যাস! এখানেই ডেকে এনেছেন বড় বিপদ। বর্তমানে যে হারে জালিয়াতির পরিমাণ বেড়েছে, তাতে মোবাইল হ্যাক করে কয়েক সেকেন্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে ফেলছে স্ক্যামাররা।
Google সময়ে সময়ে প্লে স্টোরের বিভিন্ন অ্যাপের প্রাইভেসি আর সিকিওরিটি চেক করে। গোপনীয়তায় কোনও রকম সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে সেই অ্যাপগুলি সরিয়ে দেওয়া হয়। যদি আপনার Google Pay অ্যাকাউন্টটি এমন কোনও অ্যাপের সঙ্গে লিঙ্ক করা থাকে যা বিপজ্জনক, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নিমেষে খালি হয়ে যেতে পারে। প্রায়শই এমন কিছু অ্যাপ রয়েছে যার সাহায্যে মানুষ পেমেন্ট করে। সেই তালিকায় রয়েছে Google Pay, Paytm, PhonePe ইত্যাদি। তাই এই সব অ্যাপ ব্যবহার করার আগে বিশেষ কিছু বিষয়ে নজর রাখা প্রয়োজন।
Google Pay ব্যবহার করার সময় সতর্ক হোন…
একটি ছোট ভুলই পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। এমন পরিস্থিতিতে, পরের বার যখনই আপনি কোনও অ্যাপ ডাউনলোড করলে গুগল প্লে স্টোর থেকেই করবেন। APK ফাইলের মাধ্যমে কোনও অ্যাপ ইন্সটল না করাই ভাল। আর যে কোনও অ্যাপের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে লিঙ্ক করবেন না।
যে কোনও স্ক্যানারে স্ক্যান করবেন না। এতে আপনার ব্য়াঙ্কের সমস্ত তথ্য সেই অচেনা ব্যক্তির কাছে চলে যেতে পারে। তাই পেমেন্ট করার আগে যদি কোনও রকম সন্দেহ হয়, তাহলে তাকে ক্যাশে পেমেন্ট করুন।
Google Pay কাস্টমার কেয়ার নম্বর: কাস্টমার কেয়ার নম্বর কী?
আপনি যদি Google Pay-তে কোনও সমস্যা বা সমস্যার সম্মুখীন হন বা কোনও পেমেন্টের জন্য আপনি কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলতে চান, তাহলে গুগলের অফিসিয়াল সাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আপনি 1-800-419-0157 নম্বরে যোগাযোগ করতে পারেন। এতে আপনার সমস্যার সমাধান হতে পারে।