Google Pay payment: ডিজিটাল দুনিয়ায় প্রায় প্রতি মুহূর্তে UPI পেমেন্টের প্রয়োজন হয়। Google Pay, Phone Pay, Paytm-এর মতো বিভিন্ন অ্যাপ রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই কাউকে টাকা পাঠানো যায়। ফলে যারা UPI ব্যবহার করেন, তাদের জন্য সুখবর আছে। Google Pay ব্যবহারকারীদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে এসেছে। কোম্পনিটি Aadhaar Based Authentication সার্ভিস চালু করেছে। এই পরিষেবায় ইউপিআই অ্যাকটিভ রাখতে ব্যবহারকারীদের ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। আধার কার্ডের সাহায্যেই সব হয়ে যাবে। এবার প্রশ্ন হল এই পরিষেবা কীভাবে কাজ করবে? সাধারণত ইউপিআই পেমেন্ট সেট করার জন্য ডেবিট কার্ডের বিশদ প্রয়োজন হয়, কিন্তু এখন তার জায়গায় আধার কার্ডের প্রয়োজন হবে। এখন আপনি Google Pay অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার আধার নম্বর দিয়ে UPI পেমেন্ট ব্যবহার করতে পারবেন।
কিন্তু কোম্পানির এমন পদক্ষেপ নেওয়ার কারণ কী?
ভারতের 99.9 শতাংশ মানুষের কাছে আধার কার্ড রয়েছে। ডেবিট কার্ড সরিয়ে আধার কার্ড আনার আসল কারণ হল দেশে UPI ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করা। এক প্রতিবেদনে বলা হয়েছে, 99.9 শতাংশ মানুষ মাসে অন্তত একবার আধার কার্ড ব্যবহার করেন। ফলে তারাও খুব সহজেই পেমেন্ট করতে পারবেন।
আধার দিয়ে কীভাবে UPI অ্যাকটিভ করবেন?