Google Pay-তে আর দরকার পড়বে না ডেবিট কার্ডের, আধার কার্ড থাকলেই কেল্লাফতে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 08, 2023 | 4:22 PM

Aadhaar Based Authentication Service: কোম্পনিটি Aadhaar Based Authentication সার্ভিস চালু করেছে। এই পরিষেবায় ইউপিআই অ্যাকটিভ রাখতে ব্যবহারকারীদের ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। আধার কার্ডের সাহায্যেই সব হয়ে যাবে। এবার প্রশ্ন হল এই পরিষেবা কীভাবে কাজ করবে?

Google Pay-তে আর দরকার পড়বে না ডেবিট কার্ডের, আধার কার্ড থাকলেই কেল্লাফতে

Follow Us

Google Pay payment: ডিজিটাল দুনিয়ায় প্রায় প্রতি মুহূর্তে UPI পেমেন্টের প্রয়োজন হয়। Google Pay, Phone Pay, Paytm-এর মতো বিভিন্ন অ্যাপ রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই কাউকে টাকা পাঠানো যায়। ফলে যারা UPI ব্যবহার করেন, তাদের জন্য সুখবর আছে। Google Pay ব্যবহারকারীদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে এসেছে। কোম্পনিটি Aadhaar Based Authentication সার্ভিস চালু করেছে। এই পরিষেবায় ইউপিআই অ্যাকটিভ রাখতে ব্যবহারকারীদের ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। আধার কার্ডের সাহায্যেই সব হয়ে যাবে। এবার প্রশ্ন হল এই পরিষেবা কীভাবে কাজ করবে? সাধারণত ইউপিআই পেমেন্ট সেট করার জন্য ডেবিট কার্ডের বিশদ প্রয়োজন হয়, কিন্তু এখন তার জায়গায় আধার কার্ডের প্রয়োজন হবে। এখন আপনি Google Pay অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার আধার নম্বর দিয়ে UPI পেমেন্ট ব্যবহার করতে পারবেন।

কিন্তু কোম্পানির এমন পদক্ষেপ নেওয়ার কারণ কী?

ভারতের 99.9 শতাংশ মানুষের কাছে আধার কার্ড রয়েছে। ডেবিট কার্ড সরিয়ে আধার কার্ড আনার আসল কারণ হল দেশে UPI ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি করা। এক প্রতিবেদনে বলা হয়েছে, 99.9 শতাংশ মানুষ মাসে অন্তত একবার আধার কার্ড ব্যবহার করেন। ফলে তারাও খুব সহজেই পেমেন্ট করতে পারবেন।

আধার দিয়ে কীভাবে UPI অ্যাকটিভ করবেন?

  1. আধার থেকে UPI পরিষেবা অ্যাকটিভ করতে, ব্যবহারকারীদের অবশ্যই একটি মোবাইল নম্বর থাকতে হবে, যা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে।
  2. যদি আপনার মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি UPI পরিষেবা অ্যাকটিভ করতে পারবেন না।
  3. প্রথমে Google Pay খুলুন। এর পর UPI অনবোর্ড অপশনে ক্লিক করুন।
  4. এর পরে আধারের 6টি সংখ্যা লিখুন। তারপরে ব্যবহারকারীদের ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ OTP লিখতে হবে।
  5. এরপরে আপনার UPI পেমেন্ট অ্যাকটিভ হয়ে যাবে। এখানেই শেষ নয়, এরপরে ব্যবহারকারীদের UPI পিন লিখতে হবে।
  6. UPI চালু হয়ে গেলে সহজেই লেনদেন করা যাবে। এছাড়াও, আপনি আপনার পেমেন্ট এবং ব্যালেন্স চেক করতে পারবেন।
Next Article