WhatsApp-এ এই গোপন ফিচার এখনও পেয়েছেন? লিক হবে না ব্যক্তিগত চ্যাট

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 05, 2024 | 4:40 PM

WhatsApp Safety Features: স্ক্যামারদের নজর যাচ্ছে হোয়াটসঅ্যাপের দিকেই। ফলে নিমেষে সমস্ত তথ্য ফাঁস হচ্ছে। কিন্তু তা থেকে বাঁচার জন্যও অনেক ফিচার এনেছে সংস্থাটি। হোয়াটসঅ্যাপে আপনার সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে অ্যাপটিতে অনেক ধরণের ফিচার রয়েছে, তা ব্যবহার করতে পারেন।

WhatsApp-এ এই গোপন ফিচার এখনও পেয়েছেন? লিক হবে না ব্যক্তিগত চ্যাট

Follow Us

কয়েক দিন আগে পর্যন্তও হোয়াটসঅ্যাপকে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ বলা হত। কিন্তু এবার তাতে একে একে এমন কিছু ফিচার যুক্ত হচ্ছে, তাতে এটি অন্য সব সোশ্যাল মিডিয়ায় প্ল্যার্টফর্মের মতো হয়ে দাঁড়িয়েছে। আর সেই সঙ্গে স্ক্যামারদের নজরও যাচ্ছে হোয়াটসঅ্যাপের দিকেই। ফলে নিমেষে সমস্ত তথ্য ফাঁস হচ্ছে। কিন্তু তা থেকে বাঁচার জন্যও অনেক ফিচার এনেছে সংস্থাটি। হোয়াটসঅ্যাপে আপনার সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে অ্যাপটিতে অনেক ধরণের ফিচার রয়েছে, তা ব্যবহার করতে পারেন।

স্ক্রিন শেয়ার: হোয়াটসঅ্যাপ 2023-এ অ্যাপে স্ক্রিন শেয়ার ফিচার এনেছে। ভিডিয়ো কলের সময় অন্য লোকেদের সঙ্গে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই ফিচারের সুবিধা হল এর সাহায্যে আপনি কলে গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করতে পারবেন। এর জন্য আপনার আলাদা মিটিং করার দরকার নেই। এমনটা এতদিন অন্য সব ভিডিয়ো কলিং অ্যাপগুলিতে হত। কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপ সেই ফিচার নিয়ে এসেছে।

Short Video মেসেজ: এই ফিচারের সাহায্যে আপনি আপনার বন্ধুদের ছোট 60 সেকেন্ডের ভিডিয়ো মেসেজ পাঠাতে পারবেন। এই ফিচারটি চালু করতে, আপনাকে প্রথমে অ্যাপের সেটিংসে যেতে হবে এবং চ্যাটে ক্লিক করতে হবে। Short Video মেসেজ ফিচারটি চালু করার পরে, আপনি ভিডিয়োর মাধ্যমে যে কোনও মেসেজের উত্তর দিতে পারবেন। আর তা ভয়েস মেসেজের জায়গাতেই পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যাট লক করুন: হোয়াটসঅ্যাপে, অ্যাপ লক করার পাশাপাশি, আপনি এখন চ্যাটগুলিও লক করতে পারেন। এর সাহায্যে কেউ আপনার অ্যাকাউন্ট খুলতে পারবে না। কেউ অ্যাপের পাসওয়ার্ড জানলেও সে আপনার ব্যক্তিগত চ্যাট দেখতে পাবে না।

চ্যাট ব্যাকআপ: এখন চ্যাট ব্যাকআপ আপনার Google অ্যাকাউন্ট স্টোরেজে থাকে। আপনার Google অ্যাকাউন্টে যদি কম স্টোরেজ খালি থাকে, তাহলে আপনাকে Google One-এর সাবস্ক্রিপশন কিনতে হবে। আর যদি তা না নেন, তাহলে পুরনো ডেটা মুছে ফেলতে হবে। চ্যাট ব্যাক আপ করার সময়, এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু রাখুন। এটি আপনার ডেটা নিরাপদ রাখবে।

Next Article