Online Hotel Booking Scam: বর্তমানে অনলাইনে প্রায় বেশিরভাগ কাজই হয়। পেশাগত কাজ হোক বা পড়াশোনা, ইন্টারনেটে সবই সম্ভব। শহরের বাইরে কোথাও কাজের জন্য যেতে হলে, বা ঘুরতে গেলে নিমেষেই হোটেল বুক করে ফেলা যায়। এতে যেমন কাজ অনেক সহজ হয়ে গিয়েছে, তেমনই অনলাইনে হোটেল বুক করা বিপজ্জনকও। ইন্টারনেটে হোটেল বুকিং করে আপনি প্রতারণার শিকারও হতে পারেন। হোটেল বুকিংয়ের নামে স্ক্যামাররা আপনার ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেবে। এমনই একটি ঘটনা সামনে এসেছে, যেখানে হোটেল বুকিং-এর নামে সাইবার স্ক্যাম চলছিল। আর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তাদের গ্রেফতার করেছে। আসামিরা কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। দেশের বিভিন্ন রাজ্যে এই চক্রের নেটওয়ার্ক ছড়িয়ে ছিল।
দিল্লি ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, সাইবার স্ক্যামের এই চক্রটি হোটেল বুকিংয়ের নামে স্ক্যাম চালাতো। দিল্লির এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছিলেন যে, 2022 সালের অক্টোবরে তিনি গুজরাটের দ্বারকাধীশ মন্দিরে যাওয়ার প্ল্যান করেছিলেন। গুজরাটে থাকার জন্য ইন্টারনেটের মাধ্যমে হোটেল সম্পর্কে তথ্য নেন, যেখানে তিনি ইন্টারনেট থেকে হোটেল কোকিলা, ধীরাজ ধাম এবং তার মোবাইল নম্বর খুঁজে পান। তিনি অনলাইন ইন্টারনেটের মাধ্যমে পাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন। ফোনের ওপারে হোটেল কোকিলার ম্যানেজার বলে কেউ একজন পরিচয় দেন। এরপর বুকিংয়ের নামে অভিযোগকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লাখেরও বেশি টাকা উধাও হয়ে যায়। তারপর তিনি ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করেন।
ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি নিয়ে তদন্ত করে। তদন্তে দেখা যায় স্ক্যামের সঙ্গে দু’জন যুক্ত ছিল। তারা দুজনই উত্তরাখণ্ডের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, সাইবার জালিয়াতির জন্য তারা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে। তাদের 10 টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেখান থেকে তারা একের পর এক স্ক্যাম করেছে। তাদের পুলিশ গ্রেফতার করে।
আপনার সঙ্গেও এমন কিছু হতে পারে। তাই অনলাইনে হোটেল বুকিং করার আগে সতর্ক হোন। এমন কিছু ভুল করে বসবেন না, যার কারণে আপনাকে কোনও রকম প্রতারণার শিকার হতে হয়। সব সময় অফিশিয়াল কোনও সাইট থেকেই বুক করবেন। প্রয়োজনে Google-এ সেই সব হোটেলের রেটিং, রিভিউ চেক করে নেবেন।