Laptop Speed: ল্যাপটপ চলবে দুরন্ত স্পিডে, কাজ হবে চোখের পলকে; শুধু কাজে লাগান এই 6 টিপস

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 05, 2023 | 9:30 PM

Increase Laptop Speed: অনেক সময়ই এমন হয় দরকারে আপনার ল্যাপটপটি কাজ করতে চায় না। তখন তার থেকে বিরক্তিকর আর কী-ই বা হতে পারে। শুধুই ধীরে কাজ করা নয় কখনও হঠাৎই হ্যাং করে যায়। এই সমস্যা প্রায় সবার সঙ্গেই হয়।

Laptop Speed: ল্যাপটপ চলবে দুরন্ত স্পিডে, কাজ হবে চোখের পলকে; শুধু কাজে লাগান এই 6 টিপস

Follow Us

Laptop Speed Tips: বর্তমানে ল্যাপটপ ছাড়া প্রায় এত মুহূর্তও চলার উপায় নেই। সে কাজের ক্ষেত্রে হোক বা বিনোদনের কারণে। অনেক সময়ই এমন হয় দরকারে আপনার ল্যাপটপটি কাজ করতে চায় না। তখন তার থেকে বিরক্তিকর আর কী-ই বা হতে পারে। শুধুই ধীরে কাজ করা নয় কখনও হঠাৎই হ্যাং করে যায়। এই সমস্যা প্রায় সবার সঙ্গেই হয়। কিন্তু সব সমস্যারই সমাধান থাকে। তেমনই ল্যাপটপটিকেও আপনি একদম নতুনের মতো করে তুলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক তার উপায়।

আপডেট করুন:

আপনার ল্যাপটপের অপারেটিং সিস্টেম, ড্রাইভার এবং সফটওয়্যার নিয়মিত আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। নতুন আপডেট আপনার ল্যাপটপের গতি বাড়াতে এবং সিস্টেমের নিরাপত্তা বজায় রাখতেও সাহায্য করে। তাই চেষ্টা করুন নতুন আপডেট সময় মতো করে নেওয়ার।

অবাঞ্ছিত ফাইল মুছে ফেলুন:

আপনার ল্যাপটপে যত বেশি ফাইল এবং ডেটা থাকবে, এটি গতিকে তত বেশি প্রভাবিত করে। তাই নিয়মিত আপনার ল্যাপটপের অবাঞ্ছিত ফাইল মুছে ফেলুন।

ভাইরাস স্ক্যান:

নিয়মিত বিরতিতে ভাইরাসের জন্য আপনার ল্যাপটপ স্ক্যান করুন। ভাইরাস এবং ম্যালওয়ারের শিকার হলে অনেক সময় ল্যাপটপ ধীরে কাজ করে। প্রয়োজনে একটি ভাল অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে নিন। এতে আপনার ল্যাপটপটি খুব স্পিডে কাজ করবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন:

নিয়মিত বিরতিতে ল্যাপটপের স্ক্রিন, কীবোর্ড এবং ভেন্টিলেশন গ্রিল পরিষ্কার করুন। অনেক সময় এই সব কারণই আপনার ল্যাপটপটিকে স্লো করে দেয়।

সঠিকভাবে বন্ধ করুন:

অনেকের সঠিকভাবে ল্যাপটপ বন্ধ করেন না। কাজ শেষের পর হয় স্লাইড বন্ধ করে দেন, অথবা সরাসরি পাওয়ার বোতাম টিপে কম্পিউটার বন্ধ করে দেন। এতেই আসল সমস্যা দেখা যায়। আচমকা পাওয়ার বাটন অফ করে দিলে সেই প্রোগ্রামগুলি সঠিকভাবে বন্ধ হয় না। উল্টে সেগুলি ড্যামেজ হতে শুরু হয়। ফলে ল্যাপটপটি স্লো হয়ে যায়।

অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন:

আপনি যখন আপনার ল্যাপটপ ব্যবহার করছেন, তখন এক সঙ্গে কতগুলি প্রোগ্রাম চলছে সেদিকে নজর দিন। অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করুন। এক কারণ হল অনেকগুলো প্রোগ্রাম একসঙ্গে কাজ করলে, ল্যাপটপটি স্লো হয়ে যায়। ফলে হ্যাং করে।

Next Article