Meta Verified: মাত্র 699 টাকায় আপনার Instagram বা Facebook-এও ব্লু টিক, কিনবেন কীভাবে?

Meta Verified Blue Tick Service: আপনি যদি এই ভেরিফায়েড ব্লু টিক পরিষেবা নিতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে 699 টাকা খরচ করতে হবে। তবে এই দামে আপনি শুধু মোবাইল অ্যাপেই ভেরিফায়েড ব্লু টিক পরিষেবা পাবেন।

Meta Verified: মাত্র 699 টাকায় আপনার Instagram বা Facebook-এও ব্লু টিক, কিনবেন কীভাবে?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 10:10 AM

Verified Blue Tick: বর্তমানে অনেকেই দিনের বেশিরভাগ সময়টাই সোশ্যাল মিডিয়ায় কাটায়। আগে শুধুই বিনোদনের জন্য ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে তা থেকে অনেয় টাকা পর্যন্ত আয়ও করা যায়। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে ব্লু টিকের পরিষেবা অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে। এখন ইনস্টাগ্রাম, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটাও ভারতে ব্যবহারকারীদের জন্য ভেরিফায়েড পরিষেবা চালু করল। অর্থাৎ এই পরিষেবা আপনি এখন টাকা দিয়েই কিনতে পারবেন। আপনিও যদি মেটার ব্লু পরিষেবা নিতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে টাকা খরচ করতে হবে। কিন্তু সেই টাকার পরিমাণ কত? চলুন জেনে নেওয়া যাক।

কত টাকা দিতে হবে?

আপনি যদি এই ভেরিফায়েড ব্লু টিক পরিষেবা নিতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে 699 টাকা খরচ করতে হবে। তবে এই দামে আপনি শুধু মোবাইল অ্যাপেই ভেরিফায়েড ব্লু টিক পরিষেবা পাবেন। এবার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই দাম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নাকি আইওএস ব্যবহারকারীদের জন্য? মেটা এই দাম অ্যান্ড্রয়েড এবং অ্যাপল আইফোন উভয় ব্যবহারকারীদের জন্যই রেখেছে। কোম্পানি আগামী দিনে ওয়েব ব্যবহারকারীদের জন্য মোবাইল অ্যাপের জন্য চালু করা ভেরিফায়েড পরিষেবাটিও রোলআউট করবে। ওয়েব ব্যবহারকারীদের জন্য এই পরিষেবার খরচ প্রতি মাসে 599 টাকা হবে বলে জানা গিয়েছে।

সাবস্ক্রিপশন কোথা থেকে কিনবেন?

আপনি সরাসরি Instagram বা Facebook অ্যাপের মাধ্যমে Meta Verified পরিষেবা কিনতে পারবেন। Facebook এবং Instagram ব্যবহারকারীদের ভেরিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন কিনতে সরকারি আইডি প্রমাণ দিতে হবে। তারপরে যদি আপনি এই পরিষেবা পেয়ে যান, তখন আরও অনেক সুবিধা পাবেন।

যাদের অ্যাকাউন্ট ইতিমধ্যেই ভেরিফারেড, তাদের কী হবে?

মেটা ব্যবহারকারীদের জন্য ভেরিফায়েড অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে। তবে এর সঙ্গে অনেক প্রশ্নও উঠে আসছে, যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারী, যাদের ইতিমধ্যেই ভেরিফায়েড ব্যাজ রয়েছে তাদের কী হবে? কোম্পানি কি তাদের ব্যাজগুলি সরিয়ে ফেলবে? কোম্পানি এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। তাদেরও মাসে মাসে টাকা খরচা করতে হবে কি না, তাও জানা যায়নি।