একটা সময় ছিল মানুষ দিনের বেশিরভাগটা সময় টিকটক করে কাটাতো। অ্যাপটি ব্যান হয়ে যাওয়ার পর Instagram তেমনই একটি ফিচার আনল। নাম দিল Instagram reels। তখন থেকেই বিশাল জনপ্রিয়তা লাভ করল এই ফিচারটি। শুধুই যে ভাইরাল হওয়া তা একেবারেই নয়। লাইক আর ভিউ-এর উপর নির্ভর করে টাকাও আয় করা যায়। আর সেই জন্যই ইনস্টাগ্রামে রিল বানিয়ে বিখ্যাত হওয়ার প্রবণতা দ্রুত বাড়ছে। অনেকে রিল তৈরির জন্য অন্যের জীবনের পাশাপাশি নিজের জীবনকেও বিপদে ফেলেছেন। রিল তৈরি করতে গিয়ে অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে। তার সেই সব ঘটনা থেকে বাঁচাতেই রিল নির্মাতাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে সরকার। আপনার একটা ভুলে জেলের ভাত খাওয়াতে পারে এই রিল। সেই সঙ্গে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানাও। তাই আগে থেকেই সতর্ক হোন। আসুন জেনে নিই ইনস্টাগ্রাম রিল বানানোর ক্ষেত্রে কোথায় আইন ভাঙলে আপনি সমস্যায় পড়বেন।
রেলওয়ে ট্র্যাকে রিল করা অপরাধ:
অনেক সময় দেখা গিয়েছে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা রেলওয়ে ট্র্যাকে স্টান্ট করার সময় রিল তৈরি করে। এই ধরনের স্টান্ট খুবই ঝুঁকিপূর্ণ। এতে যিনি রিল করছেন, তার জীবনের পাশাপাশি হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছেন। সেজন্য রেললাইনের উপর কখনই স্টান্ট করা উচিত নয়। এছাড়াও, অন্য কোন ধরনের রিল তৈরি করা উচিত নয়। আপনি যদি ধরা পড়েন, তাহলে প্রচুর টাকা জরিমানা দিতে হবে পারে।
হাই স্পিড বাইক এবং গাড়ি নিয়ে স্টান্ট:
আপনি যদি রাস্তায় হাই স্পিড বাইক এবং গাড়ি দিয়ে স্টান্ট করতে করতে রিল তৈরি করেন, তবে তাতে আপনার জেলও হতে পারে। এমনকি অনেক টাকা চালানও কাটা হতে পারে। কারণ আপনার সঙ্গে সঙ্গে অন্যদেরও জীবনের ঝুঁকি রয়েছে। সেক্ষেত্রে রাস্তায় যে কোনও ধরনের স্টান্ট করে রিল বানানোর আগে সাবধাম হোন।
স্পর্শকাতর জায়গায় রিল তৈরি করা:
দেশে এমন অনেক জায়গা আছে যেখানে সরকার কোনও রকম ভিডিয়ো করতে দেয় না। তার একমাত্র কারণ হল নিরাপত্তা ব্যবস্থাকে ঠিক রাখা। সেইসব জায়গায় ইনস্টাগ্রাম রিল করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে।