Jio Airfiber কোথা থেকে, কীভাবে পাবেন? ইনস্টলের প্রক্রিয়া, খরচ-খরচা সম্পর্কে জেনে নিন
বহু মানুষেরই প্রশ্ন হল, Jio AirFiber ডিভাইসটি কীভাবে কিনবেন, আর কীভাবেই বা ইনস্টল করবেন? আসলে আপনাকে এই ডিভাইসটি ইনস্টল করতে প্রথমে তা বুক করতে হবে। তাই, আপনি যদি বাড়িতে একটি নতুন Jio AirFiber কানেকশন নিতে চান, তাহলে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।
Jio Airfiber Booking Process: গণেশ চতুর্থীর দিন দেশের বাজারে নতুন ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা নিয়ে এসেছে Reliance Jio, যার নাম Jio AirFiber। হোম এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে স্মার্ট হোম ডিভাইস ও হাই-স্পিড ব্রডব্যান্ডের চাহিদা মেটাবে নতুন ওয়্যারলেস ডিভাইসটি। প্রাথমিক ভাবে Jio AirFiber লঞ্চ করা হয়েছে আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, মুম্বই ও পুণে শহরে। পরবর্তীতে তা দেশের অন্যান্য প্রান্তে লঞ্চ করা হবে।
প্যারেন্টাল কন্ট্রোল, ওয়াই-ফাই 6 এবং ইন্টিগ্রেটেড ফায়ারওয়ালের মতো একাধিক জরুরি ফিচার্স রয়েছে ডিভাইসটিতে। এখন বহু মানুষেরই প্রশ্ন হল, Jio AirFiber ডিভাইসটি কীভাবে কিনবেন, আর কীভাবেই বা ইনস্টল করবেন? আসলে আপনাকে এই ডিভাইসটি ইনস্টল করতে প্রথমে তা বুক করতে হবে। তাই, আপনি যদি বাড়িতে একটি নতুন Jio AirFiber কানেকশন নিতে চান, তাহলে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন।
Jio AirFiber কীভাবে বুক করবেন?
পদ্ধতি 1: প্রথমেই আপনাকে যাচাই করে নিতে হবে, আপনার শহরে Jio AirFiber কানেকশন দেওয়া হচ্ছে কি না। এ বিষয়ে নিশ্চিত হতে আপনাকে যেতে হবে Jio ওয়েবসাইট, My Jio অ্যাপ বা ফোন করতে হবে হবে Jio কাস্টমার সাপোর্টে।
পদ্ধতি 2: প্রাথমিক ভাবে নতুন কানেকশন নিতে আপনাকে নিম্নলিখিত কাজগুলি করে ফেলতে হবে –
* হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং শুরু করার জন্য 60008-60008 নম্বরে মিসড কল দিতে হবে।
* এরপরেই আপনাকে চলে যেতে হবে Jio-র অফিসিয়াল ওয়েবসাইটে।
* Jio অ্যাপ থেকেও বুক করতে পারেন।
* এছাড়াও আপনি চাইলে নিকটবর্তী Jio স্টোরে গিয়ে যোগাযোগ করতে পারেন।
পদ্ধতি 3: এবারে আপনাকে JioAirFiber-এর জন্য রেজিস্টার করতে হবে। সেখানে আপনাকে যে তথ্যগুলি দিতে বলা হচ্ছে, সেগুলি এক-এক করে দিয়ে দিন।
পদ্ধতি 4: রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করা হলে কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন। আপনার বিল্ডিং বা এলাকায়া পরিষেবা এসে গেলেই এ বিষয়ে Jio আপনার সঙ্গে যোগাযোগ করবে।
একবার বুক করা হয়ে গেলেই আপনার ঠিকানায় পৌঁছে যাবে Jio AirFiber কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনাকে দেওয়া হবে একটি WiFi রাউটার, 4K স্মার্ট সেট-টপ বক্স এবং ভয়েস অ্যাক্টিভেটেড রিমোট।
Jio AirFiber ইনস্টল করতে কত টাকা লাগবে?
না, AirFiber কানেকশন ইনস্টল করার জন্য কোনও টাকা চার্জ করছে না Reliance Jio। কাস্টমারদের কেবল Jio AirFiber প্ল্যান ও ডিভাইসটি ইনস্টল করার জন্যই খরচ করতে হবে।