AC-র গ্যাস লিক হতে পারে এই 5 কারণে, মেকানিক ডাকার আগে নিজে একবার চেক করে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 24, 2023 | 12:09 AM

AC Gas Leak: এসির প্রাথমিক রোগ নির্ণয় করতে পারি না আমরা। আর তা করতে পারি না বলেই মেকানিক ডেকে বসে থাকি। এদিকে মেকানিকও অনেক সময় আমাদের ভুল বুঝিয়ে থাকে। অগত্যা এসির আসল গলদ ধরা পড়ার আগেই মোটার টাকা খরচ করে বসতে হয় আমাদের।

AC-র গ্যাস লিক হতে পারে এই 5 কারণে, মেকানিক ডাকার আগে নিজে একবার চেক করে নিন
এসির গ্যাস লিক হলে যা করবেন...

Follow Us

AC Gas Leak Reasons: গরমটা অনেক দিন আগেই চরমে উঠেছে। সেই তখন থেকেই অনেক বাড়িতে নিয়মিত Air Conditioner চলছে। কিন্তু দীর্ঘ সময় ধরে একটা AC চালাতে গিয়ে অনেককে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও এসির রক্ষণাবেক্ষণের অভাবে তা সঠিক ভাবে কাজ করে না। কখনও আবার AC-র গ্যাস লিক হতে থাকে। আমরা এই দুই সমস্যার কোনওটাই ধরতে পারি না। তার কারণ এসির প্রাথমিক রোগ নির্ণয় করতে পারি না আমরা। আর তা করতে পারি না বলেই মেকানিক ডেকে বসে থাকি। এদিকে মেকানিকও অনেক সময় আমাদের ভুল বুঝিয়ে থাকে। অগত্যা এসির আসল গলদ ধরা পড়ার আগেই মোটার টাকা খরচ করে বসতে হয় আমাদের। তাই, কোন কোন কারণে আপনার AC-র গ্যাস লিক করতে পারে, সেই কারণগুলি জেনে নিন।

AC-র গ্যাস লিক হওয়ার কারণ

1) মরসুমের শুরুতেই আপনি যদি সঠিক ভাবে AC-র সার্ভিসিং না করেন, তাহলে বড় সমস্যা হতে পারে। নিয়মিত আপনার এসি সার্ভিস করা উচিত। যদি তা না করেন, তাহলে আপনার এসির গ্যাস লিক করতে পারে।

2) কখনও কখনো AC-তে কার্বন জমার ফলে তা থেকে গ্যাস লিক করতে পারে। এমনকি, অনেক সময় এসির কনডেন্সার পাইপে মরচেও পড়ে। তার ফলেও গ্যাস লিক করে এবং ঘর ঠান্ডা করতে অনেক বেশি সময় নিয়ে নেয়।

3) আমরা ভুলবশত AC-র উপরে জিনিসপত্র রেখে দিই অনেক সময়। একটা এসি তার সামনের দিক থেকে ঠান্ডা বাতাস দিলেও পিছনের দিক থেকে গরম বাতাস দেয়। এমন পরিস্থিতিতে আপনি যদি এসির উপরে জিনিসপত্র রাখেন, তাহলে গরম বাতাস বের হতে পারে না। তাতে এসির ক্ষতি হতে পারে, গ্যাসও লিক করতে পারে।

4) AC-র এয়ার ফিল্টার পরিবর্তন করাও খুব জরুরি। এটি পরিবর্তন না করলে এসির উপরে চাপ বেড়ে যায় এবং গ্যাস লিক হয়। এমনকি, এতে পাইপে গর্ত পর্যন্ত হতে পারে।

5) আপনি যদি AC-র ড্রেনেজ সিস্টেম পরীক্ষা না করেন, তাহলে সমস্যায় পড়তে পারেন। এয়ার কন্ডিশনারের ড্রেনেজ সিস্টেমটি যদি সঠিক ভাবে কাজ না করে, তাহলে তাতে কুল্যান্ট লিক হওয়ার চরম সম্ভাবনা থেকে যায়। এসির ড্রেনেজ সিস্টেম জল বের করে। তা যদি ঠিক ভাবে কাজ না করে তাহলে পাইপে জল জমে। এর ফলে পাইপটি ফুটো হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

Next Article