ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে পারেন নিজেই, শুধু জানেন না এই সহজ ট্রিকস

Jan 06, 2024 | 1:26 PM

Laptop Battery Last Longer: পুরনো ল্যাপটপ হলে তবু মেনে নেওয়া যায়, কারণ ব্যাটারির বয়স রয়েছে এটা ভেবে। কিন্তু যদি নতুন ল্যাপটপেই এমনটা হয়, তাহলে বুঝতে হবে আপনি দিনের পর দিন এমন কিছু ভুল করে বসছেন, যার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। তবে এবার আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনাকে বার বার চার্জে দিতে হবে না।

ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়াতে পারেন নিজেই, শুধু জানেন না এই সহজ ট্রিকস

Follow Us

ল্যাপটপে কাজ করতে বসলেই কিছুক্ষণের মধ্যে চার্জ শেষ হয়ে যায়? প্রায় যতক্ষণ কাজ করেন, পুরো সময়টাই চার্জার কানেক্ট করে রাখতে হয়? এমন সমস্যা শুধু আপনার নয়, বহু মানুষের এই একই সমস্যা। পুরনো ল্যাপটপ হলে তবু মেনে নেওয়া যায়, কারণ ব্যাটারির বয়স রয়েছে এটা ভেবে। কিন্তু যদি নতুন ল্যাপটপেই এমনটা হয়, তাহলে বুঝতে হবে আপনি দিনের পর দিন এমন কিছু ভুল করে বসছেন, যার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। তবে এবার আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনাকে বার বার চার্জে দিতে হবে না।

প্রতিদিন যে সব ভুল করছেন…

এমনটা সম্ভব যে ল্যাপটপের ব্যাটারি পুরনো হয়ে গিয়েছে, একটি ল্যাপটপের ব্যাটারির গড় আয়ু প্রায় 3-4 বছর। এরপরে ব্যাটারির ক্ষমতা কমতে থাকে। কিন্তু আপনার ল্যাপটপ এতটাও পুরনো নয়, তাও এই সমস্যা দেখা দিচ্ছে। এমনটা হতে পারে, ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংস সঠিক না থাকার সম্ভাবনা রয়েছে। কোনও বিশেষজ্ঞকে দেখিয়ে ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংসে কোনও এদিক ওদিক হয়ে থাকলে, তা ঠিক করে নিন। এছাড়াও ল্যাপটপ ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রেখে ব্যাটারির আয়ু বাড়াতে পারেন।

এই টিপসগুলি মেনে চললেই হবে…

  1. ল্যাপটপের ব্যাটারি একদম শূন্য শতাংশ পর্যন্ত ডিসচার্জ হতে দেবেন না। ব্যাটারি 0 শতাংশ ডিসচার্জ করলে এর ক্ষমতা কমে যায়। যখন ব্যাটারির চার্জ 20 শতাংশে চলে আসবে, তখন এটি চার্জে রাখুন।
  2. 100 শতাংশ পর্যন্ত ল্যাপটপ চার্জ করবেন না। ব্যাটারিকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করলে এর ক্ষমতাও কমে যায়। যখন ব্যাটারি 80 শতাংশে পৌঁছে যাবে, তখন চার্জ করা বন্ধ করুন।
  3. ল্যাপটপ গরম জায়গায় রাখবেন না। তাপের কারণে ব্যাটারির শক্তি কমে যায়। একটানা ল্যাপটপ ব্যবহার করবেন না। কাজের মাঝে 15 থেকে 20 মিনিট স্লিপিং মোডে রেখে দিন। একটানা ল্যাপটপ ব্যবহার করলে, ব্যাটারি উত্তপ্ত হয় এবং খুব তাড়াতাড়ি চার্জ শেষ হতে শুরু করে।
  4. ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুল বন্ধ করার চেষ্টা করুন। ব্যাকগ্রাউন্ডে সক্রিয় অ্যাপ ব্যাটারিকে তাড়াতাড়ি শেষ করে দেয়। অতএব, আপনি যখন এই অ্যাপগুলি ব্যবহার করছেন না, তখন সেগুলি বন্ধ রাখুন।
Next Article