ল্যাপটপে কাজ করতে বসলেই কিছুক্ষণের মধ্যে চার্জ শেষ হয়ে যায়? প্রায় যতক্ষণ কাজ করেন, পুরো সময়টাই চার্জার কানেক্ট করে রাখতে হয়? এমন সমস্যা শুধু আপনার নয়, বহু মানুষের এই একই সমস্যা। পুরনো ল্যাপটপ হলে তবু মেনে নেওয়া যায়, কারণ ব্যাটারির বয়স রয়েছে এটা ভেবে। কিন্তু যদি নতুন ল্যাপটপেই এমনটা হয়, তাহলে বুঝতে হবে আপনি দিনের পর দিন এমন কিছু ভুল করে বসছেন, যার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। তবে এবার আপনাকে এমন কিছু উপায় জানানো হবে, যাতে আপনাকে বার বার চার্জে দিতে হবে না।
প্রতিদিন যে সব ভুল করছেন…
এমনটা সম্ভব যে ল্যাপটপের ব্যাটারি পুরনো হয়ে গিয়েছে, একটি ল্যাপটপের ব্যাটারির গড় আয়ু প্রায় 3-4 বছর। এরপরে ব্যাটারির ক্ষমতা কমতে থাকে। কিন্তু আপনার ল্যাপটপ এতটাও পুরনো নয়, তাও এই সমস্যা দেখা দিচ্ছে। এমনটা হতে পারে, ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংস সঠিক না থাকার সম্ভাবনা রয়েছে। কোনও বিশেষজ্ঞকে দেখিয়ে ল্যাপটপের হার্ডওয়্যার সেটিংসে কোনও এদিক ওদিক হয়ে থাকলে, তা ঠিক করে নিন। এছাড়াও ল্যাপটপ ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রেখে ব্যাটারির আয়ু বাড়াতে পারেন।
এই টিপসগুলি মেনে চললেই হবে…